Rabindra Jayanti Celebration Of Police: আজ ২৫ শে বৈশাখের সকালে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর গান বাজানোর উদ্যোগ পুলিশের, চলবে ট্যাবলোও
আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রাজ্য পুলিশের তরফে এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহ সমস্ত জেলা পুলিশ সদর ও কমিশনারেটে নির্দেশ পাঠান। ৮ মে একটি ছোট ট্যাবলো বের হবে। ট্যাবলোর সঙ্গে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাট-আউট। আর সেই ট্যাবলো বিভিন্ন এলাকায় সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘুরে ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও একইসঙ্গে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গান বাজানো হবে।
কলকাতা, ৮ মে: আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন (Rabindra Jayanti)। রাজ্য পুলিশের (West Bengal Police) তরফে এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহ সমস্ত জেলা পুলিশ সদর ও কমিশনারেটে নির্দেশ পাঠান। ৮ মে একটি ছোট ট্যাবলো বের হবে। ট্যাবলোর সঙ্গে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাট-আউট। আর সেই ট্যাবলো বিভিন্ন এলাকায় সকাল ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘুরে ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও একইসঙ্গে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গান বাজানো হবে।
এই নির্দেশে বলা হয়েছে, আজকের কর্মসূচিকে কবির বহুমুখী প্রতিভার প্রতি সম্মান জানানোর জন্যই তা করা হচ্ছে এমন ভাবে যেন তুলে ধরা হয়। কী কী গান বাজাতে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে জেলা পুলিশ সদর ও সমস্ত পুলিশ কমিশনারেটের কাছে। সেইসঙ্গে বলা হয়েছে, পুলিশ বাহিনীর মধ্যে যাঁদের গান নিয়ে আগ্রহ রয়েছে, তাঁদের যেন এ বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁরা যেন সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে, অর্থাৎ মাস্ক, গ্লাভস ইত্যাদি পরে বেরোন। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৯২, মৃতের সংখ্যা বেড়ে ৭৯
ওই নির্দেশে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নাগরিকরা কী করবেন এবং কী কী করবেন না, সে ব্যাপারেও যেন মাইকে ঘোষণা করা হয়। এভাবেই লকডাউনে অভিনব রবীন্দ্র জয়ন্তী উদযাপনের পথ বেছে নিয়েছে রাজ্যের পুলিশ। লকডাউনে বাদ গেছে বাংলাজুড়ে সমস্ত আনন্দ অনুষ্ঠান। এমনকি প্রথমবারের মতো ঠাকুরবাড়িতে হবে না জমায়েত। হবে না শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন।