CBI Raids in Municipalities: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে CBI হানা

সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতর সহ চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম সহ বেশ কয়েকটি জায়গা ঢুঁ মেরেছে তদন্তকারী দল।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia commons)

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Municipality Recruitment Scam) রাজ্যজুড়ে তল্লাশি সিবিআই-এর (Central Bureau of Investigation)। বুধবার তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারী দল। শহর কলকাতার পাশাপাশি সিবিআই হানা দেবে জেলাগুলোতেও। এদিন সকালে নিজাম প্যালেস থেকে বের হয় সিবিআই আধিকারিকদের বেশ কয়েকটি দল। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতর সহ চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম সহ বেশ কয়েকটি জায়গা ঢুঁ মেরেছে তদন্তকারী দল (CBI)।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Municipality Recruitment Scam) ধৃত অয়ন শীলের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই-এর একটি দল। নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নথিপত্রের খোঁজেই রাজ্যজুড়ে এই তল্লাশি অভিযান।বুধবার সকাল থেকেই ম্যারাথন তল্লাশি চালিয়েছে তদন্তকারী দল। ধৃত অয়ন শীলের বাড়ি সিল করা রয়েছে। তাই অয়নের বাড়ি যাওয়ার আগে থানাতেও গিয়েছেন সিবিআই আধকারিকরা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার একেবারে শিকড়ে গিয়ে তল্লাশি চালাতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের সময়ে পুরসভা নিয়োগ দুর্নীতির আঁচ পান তদন্তকারী দল। টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে পুরসভায়। কয়েক হাজার চাকরি বিক্রি হয়েছে পুরসভায়। পুরসভা নিয়োগ দুর্নীতিকে আস্থা করে কোটি কোটি টাকার সম্পত্তিও করেছেন ধৃত অয়ন শীল। অয়নের অফিসে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারী দলের। আধিকারিকরা জানান, অয়নের অফিস যেন সোনার খনি।