West Bengal Municipal Elections Result Live: রাজ্যের ১০২টি পুরসভায় তৃণমূলের জয়জয়কার, ৩০টি পুরসভা বিরোধীশূন্য

আজ বুধবার রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা (West Bengal Municipal Elections Result) । এই মুহূর্তে একটি দুটি করে ওয়ার্ডের ফলাফল প্রকাশ্যে আসছে। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন।

TMC (Photo Credits: Facebook)

কলকাতা, ২ মার্চআজ বুধবার রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা (West Bengal Municipal Elections Result) । এই মুহূর্তে একটি দুটি করে ওয়ার্ডের ফলাফল প্রকাশ্যে আসছে। মোট প্রার্থী ৮ হাজার ১৬০ জন। সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। কমিশন সূত্রে খবর, সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকালই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভায় জিতেছে তৃণমূল কংগ্রেস। এদিকে ঘাটাল পুরসভার স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী বিজেপি ও কংগ্রেস। কারণ রবিবার রাতে সেখানে ঘণ্টা দেড়েকের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। যদিও প্রশাসন এনিয়ে মুখে কুলুপ এঁটেছে।