Asansol Election Results 2022: বাবুলের আসানসোলে তৃণমূল ঝড়ে বিরোধীরা শিবরাত্রির সলতে, বাম ভোট গেল দিদির দলে

বাবুল সুপ্রিয়-র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলে হল প্রথম ভোট। আসানসোল পুরনিগমের ভোটে বিজেপি একেবারে তৃণমূল ঝড়ে উড়ে গেল। এই পুরনিগমের মোট ১০৪টি ওয়ার্ডের ফল ঘোষিত হয়েছে।

TMC FLAG (Photo Credit: PTI)

বাবুল সুপ্রিয়-র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলে হল প্রথম ভোট। আসানসোল পুরনিগমের ভোটে বিজেপি একেবারে তৃণমূল ঝড়ে উড়ে গেল। এই পুরনিগমের মোট ১০৪টি ওয়ার্ডের ফল ঘোষিত হয়েছে। তার মধ্যে তৃণমূল জিতল ৮৯টি আসন। আসনসোলে লোকসভা ভোটে জয়ী এবার পুরনিগমের ভোটে বিজেপি পেল মাত্র ৭টি আসন। সেখানে কংগ্রেস পেয়েছে ৩টি আসন। এখন সময় আসানসোলে একাধিপত্য দেখানো বামেদের কোনওরকমে ২টি ওয়ার্ডে জিতল। আর নির্দল প্রার্থীরা জিতেছেন ৩টি আসন। একটি আসনের ফলাফল অমিমাংসিত থাকায় সেখানে টস হবে বিকেল ৫টায়।

২০১৫ আসানসোল পুরনিগমে ৭৪টি আসনে জিতেছিল তৃণমূল। বামেরা প্রধান বিরোধী আসনে বসেছিল ১৭টি ওয়ার্ডে জিতে। বিজেপি জিতেছিল ৮টি ও কংগ্রেস পায় ৩টি আসন। জানুন সরাসরি ফল

এবারের ফলে প্রকাশ আসানসোলে বাম ভোটের অধিকাংশই তৃণমূলে গিয়েছে। বিজেপির ভোটব্যাঙ্কেও ধস নেমেছে। কিছু আসনে বিক্ষুব্ধদের খোঁচা খেয়েছে রাজ্য়ের শাসক দল।

আসানসোল ২০২২ পুরনিগমের ফল

মোট আসন-১০৬

তৃণমূল জয়ী/এগিয়ে-৯১

বিজেপি জয়ী/এগিয়ে- ৭

কংগ্রেস-৩টি

বামফ্রন্ট-২টি

নির্দল-২টি

আসানসোল ২০১৫ পুরনিগমের ফল

মোট আসন-১০৬

তৃণমূল জয়ী- ৭৪

বামফ্রন্ট জয়ী-১৭

বিজেপি জয়ী-৭

কংগ্রেস জয়ী-৩টি

নির্দল জয়ী-৪টি-তে