West Bengal: মালদায় বজ্রপাত প্রাণ কাড়ল ১১ জনের, আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের

মৃতদের মধ্যে ২ শিশুও রয়েছে বলে জানা যায়। এই ২ নাবালক মালদার মানিকচকের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ৩ জন সাহাপুরের বাসিন্দা। আদানিয়া এবং গাজলের ২ জন বাসিন্দাও রয়েছেন।

Malda Incident (Photo Credit: PTI/Twitter)

কলকাতা, ১৬ মে: ভয়াবহ ঘটনা মালদায় (Malda)। এবার ঝড়বৃষ্টি, বজ্রপাত  (Lightning) কেড়ে নিল পরপর ১১ জনের জীবন। বৃহস্পতিবার মালদায় এক নাগাড়ে বজ্রপাতের জেরে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে ২ শিশুও রয়েছে বলে জানা যায়। এই ২ নাবালক মালদার মানিকচকের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ৩ জন সাহাপুরের বাসিন্দা। আদানিয়া এবং গাজলের ২ জন বাসিন্দাও রয়েছেন। সেই সঙ্গে হরিশচন্দ্রপুরে বজ্রাঘাতে এক দম্পতির মৃত্যু হয়েছে বলে জানা যায়। মাঠে ধান কাটার কাজের সময় হরিশচন্দ্রপুরের ওই দম্পতির একযোগে মৃত্যু হয় বলে জানা যায়। বাকিরা ইংরেজবাজার এবং মানিকচকের বাসিন্দা বলে খবর।

বজ্রপাত প্রাণ কাড়ল ১১ জনের...

 

বৃহস্পতিবারের ঘটনায়চাঞ্চল্য ছড়ালে, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে জানানো হয় প্রশাসনের তরফে।