West Bengal: 'কারও কাজে বাধা দি নি', আদালতে ঢোকার আগে বললেন রূপা গঙ্গোপাধ্যায়

'আমি কারও কোনও কাজে বাধা দি নি। আমি থানার সামনে চুপচাপ বসেছিলাম। ওই পড়ুয়ার মৃত্যুর জন্য যারা দায়ি, তাদের গ্রেফতারির দাবিতে ধরনায় বসেছিলাম।' বৃহস্পতিবার আলিপুর পুলিশ কোর্ট লকআপে আনার সময় এমনই বললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

Roopa Ganguly (Photo Credit: X/ANI)

কলকাতা, ৩ অক্টোবর: 'আমি কারও কোনও কাজে বাধা দি নি। আমি থানার সামনে চুপচাপ বসেছিলাম। ওই পড়ুয়ার মৃত্যুর জন্য যারা দায়ি, তাদের গ্রেফতারির দাবিতে ধরনায় বসেছিলাম।' বৃহস্পতিবার আলিপুর পুলিশ কোর্ট লকআপে আনার সময় এমনই  বললেন বিজেপি (BJP) নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি নেত্রী আরও বলেন, আমায় গ্রেফতার করা উচিত হয়নি। অনেক বড় বড় ধারা দিয়েছে। কারও কোনও কাজে বাধা দি নি বলে বার বার বলতে শোনা যায় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে (Roopa Ganguly)।

শুনুন কী বললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়...

 

বুধবার জেসিবির ধাক্কায় বাঁশদ্রোণীতে এক পড়ুয়ার মৃত্যু হয়। জেসিবির ধাক্কায় গাছে সঙ্গে পিষ্ট হয়ে নবম শ্রেণির পড়য়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। দুর্ঘটনার জেরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে, রূপা গঙ্গোপাধ্যায়কেও ধরনায় বসতে দেখা যায়। রূপা গঙ্গোপাধ্যায় থানার সামনে ধরনায় বসে পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন। এই অভিযোগে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় বিজেপি নেত্রীকে। যা নিয়ে নতুন করে ফের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।