WB HS Result 2021 Declared: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, ৪৯৯ পেয়ে প্রথম মুর্শিদাবাদের ছাত্রী

মাধ্যমিকের পর এবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (West Bengal Higher Secondary Result)। সর্বোচ্চ নম্বর ৪৯৯৷ এবারে পাসের হার ৯৭.৬৯ শতাংশ।

প্রতীকী ছবি(Photo Credit: Facebook)

কলকাতা, ২২ জুলাই: মাধ্যমিকের পর এবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (West Bengal Higher Secondary Result)।  ৫০০-র মধ্যে সর্বোচ্চ ৪৯৯ নম্বর পেয়েছেন মুর্শিদাবাদের ছাত্রী৷ প্রথম দশের জায়গা পেয়েছেন  ৮৬ জন । পাশের হার ৯৮ শতাংশ। সব জেলাতেই ৯০ শতাংশের বেশি পাশের হার। এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। তার মধ্যে পাশ করেছে ৯৭.৬৯ শতাংশ ছাত্রছাত্রী। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯৭.৭০ শতাংশ। মেয়েদের পাসের হারও প্রায় সমান। রাজ্যের সমস্ত জেলায় পাসের হার ৯০ শতাংশ ও তার বেশি। সংখ্যালঘু পড়ুয়াদের পাসের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাসের হার ৯৭.৩৩ শতাংশ। এছাড়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী। আরও পড়ুন-Delhi Man Shouts Sunny Deol's Dialogue: ‘তারিখ পে তারিখ’, কোর্টরুমে গলা ফাটিয়ে হাজতে গেলেন মামলাকারী

করোনা আবহে পরীক্ষা হয়নি৷ স্বাভাবিকভাবে অ্যাডমিট কার্ডও নেই৷ তাই পরীক্ষার ফল জানতে ওয়েবসাইটে লাগবে রেজিস্ট্রেশন নম্বর৷ আগামী কাল শুক্রবার সকালে সংসদের ৫২টি বিতরণ কেন্দ্র থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট, শংসাপত্র ও অ্যাডমিট কার্ড৷