Kolkata: দেশের ৬ হটস্পট শহর থেকে কলকাতায় সপ্তাহে ৩ দিন বিমান চললে আপত্তি নেই: মমতা ব্যানার্জি

দেশের ৬ শহর থেকে কলকাতায় বিমান ওঠানামায় (Flights Operations) নিষেধাজ্ঞা তুলছে রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন করে দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, নাগপুর, আমেদাবাদ শহর থেকে কলকাতায় (Kolkata) উড়ান আসতে পারে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

কলকাতা বিমানবন্দর (Photo: Wikimedia Commons)

কলকাতা, ২৬ অগাস্ট: দেশের ৬ শহর থেকে কলকাতায় বিমান ওঠানামায় (Flights Operations) নিষেধাজ্ঞা তুলছে রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনদিন করে দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, নাগপুর, আমেদাবাদ শহর থেকে কলকাতায় (Kolkata) উড়ান আসতে পারে। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

বুধবার নবান্নে তিনি বলেন, "হটস্পট শহর থেকে সপ্তাহে ৩দিন বিমান চললে আপত্তি নেই। ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন উড়ানে আপত্তি নেই।" আরও পড়ুন: Coronavirus Lockdown: ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ স্কুল-কলেজ; ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে পুরোপুরি লকডাউন

সেপ্টেম্বর মাসে লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে ফের পূর্ণ লকডাউন হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল-কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই। এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ কথা বলতে পারে। রেলও ধাপে ধাপে চালাতে পারে ভারতীয় রেল পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে, আর লকডাউন জারি করা হবে কি না।"