IPL Auction 2025 Live

Suvendu Adhikari: রাজভবনের বাইরে 'আটকাল' পুলিশ, ভোট পরবর্তী হিংসায় 'আক্রান্তদের' নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন না শুভেন্দু

ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ২০০ জনকে নিয়ে তাঁরা রাজভবনে ঢুকতে গেলে, বাইরেই তাঁদের দাঁড় করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। রাজভবনের বাইরে পুলিশ কেন তাঁদের আটকে দেয়, সে বিষয়ে প্রশাসনের তরফেও কিছু জানানো হয়নি বলে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৩ জুন: ভোট পরবর্তী 'হিংসায়' 'আক্রান্তদের' নিয়ে রাজভবনে প্রবেশ করতে পারেননি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেন, স্বাধীনতার পর এই প্রথমবার যখন তাঁদের রাজভবনে ঢোকায় বাধা দেওয়া হল। রাজভবনের বাইরে থাকতে হল দাঁড়িয়ে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে প্রবেশের জন্য রাজ্যপালের লিখিত নির্দেশিকা রয়েছে। ফলে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ২০০ জনকে নিয়ে তাঁরা রাজভবনে ঢুকতে গেলে, বাইরেই তাঁদের দাঁড় করিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। রাজভবনের বাইরে পুলিশ কেন তাঁদের আটকে দেয়, সে বিষয়ে প্রশাসনের তরফেও কিছু জানানো হয়নি বলে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী।

শুনুন কী বললেন শুভেন্দু...

শুভেন্দুর দাবি,  লোকসভা নির্বাচনে ২৯ আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, রাজ্যে আর কোনও রাজনৈতিক দল নেই। কিন্তু ২.৩৫ লক্ষ মানুষ পদ্ম চিহ্নে ভোট দিয়েছেন। রাজ্যের মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন। তৃণমূলের সঙ্গে নেই। মুসলিম ভোট নিয়ে এবং রিগিং করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভোটে ২৯ আসন দখল করেছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।