West Bengal: বঙ্গোপসাগরে ট্রলারডুবির আশঙ্কা, নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি

বঙ্গোপসাগরে নিম্নচাপেরজেরে শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে হালকা ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।

Bay Of Bengal (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা, ১৯ অগাস্ট:  বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নিখোঁজ একটি মাছ ধরার ট্রলার। মাছ ধরার ওই ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবী নিখোঁজ বলে অনুমান করা হচ্ছে। আবহাওয়া খারাপ হতে পারে, এমন আশঙ্কার জেরে মৎস্যজীবীদের শিগগিরই ফেরার কথা জানানো হয়। ফলে ইলিশ ধরার মাঝেই মৎস্যজীবীদের ওই ট্রালরটি ফেরার উদ্যোগ শুরু করলে, সেটি কেঁদো দ্বীপের কাছে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরপর ট্রলারে থাকা মৎস্যজীবীদের খোঁজ শুরু হয়েছে। তবে এখনও ওই ১৮ জন মৎস্যজীবীর কোনও খোঁজ এখনও মেলেনি বলে খবর।

এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপেরজেরে শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির  পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে হালকা ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ আজ দুপুরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ওই গভীর নিম্নচাপ ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে শুক্রবার সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে।

আরও পড়ুন: Saugata Roy: 'বিজেপির ২ হাত, ইডি, সিবিআই', কেন্দ্রকে আক্রমণ সৌগত রায়ের

তারপর ক্রমশ উত্তর ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে এগোবে।