Fire At Colony In Baghbazar: বাগবাজারে বস্তিতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থানে দমকলের ২০টি ইঞ্জিন

বাগবাজারে (Baghbazar) বস্তিতে বিধ্বংসী আগুন (Fire)। ঘটনাস্থানে দমকলের ৮টি ইঞ্জিন। একের পর রান্নার গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সংলগ্ন রাস্তায় যান চলাচল।

বাগবাজারে বস্তিতে বিধ্বংসী আগুন (Photo: Twitter)

কলকাতা, ১৩ জানুয়ারি: বাগবাজারে (Baghbazar) বস্তিতে বিধ্বংসী আগুন (Fire)। ঘটনাস্থানে দমকলের ২০টি ইঞ্জিন। একের পর রান্নার গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সংলগ্ন রাস্তায় যান চলাচল।

টালা ব্রিজ বন্ধ থাকায় উত্তর কলকাতাগামী গাড়ি লকগেট হয়ে যেত। তবে এখন সেই রাস্তা বন্ধ করা হয়েছে। তাই উত্তর এবং মধ্য কলকাতার মধ্যে যোগাযোগে প্রভাব পড়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গিরিশপার্ক থেকে উত্তরমুখী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ঘটনাস্থানে রয়েছে শ্যামপুকুর থানার পুলিশ।আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হতাহতের খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।।