West Bengal: চলবে বাস, বন্ধ ট্রেন-মেট্রো, জানুন রাজ্যের বিধিনিষেধে ১৫ জুলাই পর্যন্ত কী খোলা-কী বন্ধ
রাজ্য করোনা বিধিনিষেধ বা আত্মশাসনের মেয়াদ ৩০ জুন থেকে বাড়িয়ে ১৫ জুলাই করা হবে। তবে সংক্রমণ কমায়, বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সোমবার, সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banrjee)। এখনই চলবে না লোকাল ট্রেন (Local Train)। তবে সরকারি, বেসরকারি বাস চলবে। ৫০%যাত্রী নিয়ে চলতে পারবে বাস।
কলকাতা, ২৮ জুন: রাজ্য করোনা বিধিনিষেধ বা আত্মশাসনের মেয়াদ ৩০ জুন থেকে বাড়িয়ে ১৫ জুলাই করা হবে। তবে সংক্রমণ কমায়, বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সোমবার, সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banrjee)। এখনই চলবে না লোকাল ট্রেন (Local Train)। তবে সরকারি, বেসরকারি বাস চলবে। ৫০%যাত্রী নিয়ে চলতে পারবে বাস। আরও পড়ুন: 'রাজ্যপাল দুর্নীতিগ্রস্ত, হাওয়ালা জৈন কেসে নাম আছে', জগদীপ ধনখরকে তোপ মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলনে বলেন, “রাজ্যে করোনা পরিস্থিতির (Covid-19) উন্নতি হয়েছে। পজিটিভিটি রেট কমেছে। কিন্তু এখনই সব ছাড় দেওয়া সম্ভব নয়। তবে অনেকে আবেদন জানিয়েছিলেন। তাই বেশকিছু ছাড় দেওয়া হচ্ছে।” তিনি এও জানান, ট্রেন চালানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি, তাই এখনই ট্রেন চালানো সম্ভব নয়। পাশাপাশি, রাজ্যবাসীকে কোভিডবিধি মানার আবেদন জানিয়েছেন তিনি।
আসুন দেখে নেওয়া যাক ১৫ জুলাই পর্যন্ত কী কী কতক্ষণ খোলা থাকবে, কী কী বন্ধ থাকবে--
কী কী কতক্ষণ খোলা থাকবে
সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে বাজার। এক ঘণ্টা করে মোট দু'ঘণ্টা সময় বাড়ল।
অন্যান্য দোকান সকাল ১১ টা থেকে ৮ টা পর্যন্ত খোলা থাকবে।
সরকারি দফতর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থাগুলিকে অফিস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য।
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। সরকারি ও বেসরকারি বাস চলবে। আন্তঃরাজ্য বাসও চলবে।
অটো, টোটো চালানো যাবে।
৫০% উপস্থিতিতে খোলা যাবে জিম।
সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৭ ঘণ্টা সেলুন- বিউটি পার্লার খোলা রাখা যাবে।
সকাল ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৫০ শতাংশ কর্মী ও গ্রাহক নিয়ে খোলা যাবে স্যালোঁ ও বিউটিপার্লার। তবে কর্মী, গ্রাহকদের টিকা আবশ্যক।
কী কী বন্ধ থাকবে
আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধই থাকছে লোকাল ট্রেন।
আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধই থাকছে মেট্রো পরিষেবা।
আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধই থাকছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স।