West Bengal: রাজ্যে ফের বাড়ল করোনা বিধি নিষেধের মেয়াদ, পুজোর রাতে ছাড়, জানাল নবান্ন

পুজোর মাসেও জারি থাকবে করোনা বিধি নিষেধ৷ তবে পুজোর ৫ দিনের ঘোরাঘুরিতে বিশেষ ছাড় মিলবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে৷

Covid Restriction During Durga Puja (Photo Credit: Twitter)

কলকাতা, ৩০ সেপ্টেম্বর: আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ল করোনা (Corona) বিধি নিষেধের মেয়াদ৷ অর্থাৎ পুজোর মধ্যেও মেনে চলতে হবে কোভিড নিয়মাবলী৷ বৃহস্পতিবার নবান্নের (Nabanna) তরফে এমনই জানানো হয়েছে৷

৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনা বিধি নিষেধ ঘোষণা করে রাজ্য (West Bengal)৷ তবে মেয়াদ শেষের আগেই ফের বাড়ানো হল বিধি নিষেধের দিন৷ বৃহস্পতিবার নবান্নের তরফে জানানো হয়, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা বিধি নিষেধ জারি থাকবে৷ তবে পুজোর রাতে ঘোরাঘুরিতে বেশ কিছু ছাড় মিলবে বলে জানানো হয়৷ পুজোর (Durga Puja) রাতগুলিকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে বের হওয়া যাবে বলে জানানো হয়৷ অর্থাৎ পুজোর রাতে মিলবে 'প্যান্ডেল হপিংয়ের' সুযোগ৷

আরও পড়ুন: Kiren Rijiju: অরুণাচলে কিরণ রিজিজুর নাচ, তড়িঘড়ি ট্যুইট প্রধানমন্ত্রী মোদীর

বিধি নিষেধের মেয়াদ যেমন বাড়ানো হয়েছে, তেমনি লোকাল ট্রেন এবারেও চলেব না বলেই মনে করা হচ্ছে৷ বৃহস্পতিবার বিধি নিষেধ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানে লোকাল ট্রেন (Train) চালানোর বিষয়ে কিছু জানানো হয়নি৷



@endif