Koustav Bagchi: ভীষ্মের প্রতিজ্ঞা! রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না উৎখাত করছেন ততক্ষণ ন্যাড়া থাকবেন কৌস্তভ বাগচী

জামিন হওয়ার পরই প্রতিশ্রুতি মতো মাথার চুল কামিয়ে ন্যাড়া হন কংগ্রেস মুখপাত্র। এই রাজ্যের শাসককে স্বৈরাচারী আখ্যা দিয়ে গ্রেফতারির প্রতিবাদ জানাতে, যতদিন পর্যন্ত না রাজ্য থেকে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারছেন ততদিন তিনি মাথায় চুল গজাতে দেবেন না বলেও জানান।

Photo Credits: Koustav Bagchi/facebook

কলকাতা: শুরুটা হয়েছিল সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরেই। বায়রন বিশ্বাস জয়ী হওয়ার পরেই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে কটাক্ষ করে তাঁর মেয়ে ও গাড়ির চালকের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। এর পালটা জবাব দিতে গিয়ে দীপক ঘোষের বই ভাইরাল করার কথা বলেছিলেন কংগ্রেসের মুখপাত্র ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী (West Bengal Congress Spokesperson And Advocate of Calcutta High Court Koustav Bagchi)। তার জেরে শুক্রবার রাত তিনটে নাগাদ তাঁর বাড়িতে হানা দিয়ে ওই যুব কংগ্রেস নেতাকে গ্রেফতার (Arrest) করে কলকাতার বড়তলা থানার পুলিশ।

শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে কৌস্তভের হয়ে আদালতে সওয়াল করেন সিপিএমের রাজ্যসভা সাংসদ ও কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Senior advocate of Calcutta High Court and CPI(M) Rajya Sabha member Bikas Ranjan Bhattacharya)। মাঝরাতে কৌস্তভ বাগচির গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাঁর জামিনের আবেদন করেন। যার প্রবল বিরোধিতা করেন সরকারপক্ষের আইনজীবী। উভয়পক্ষের কথা শোনার পর ব্যক্তিগত ১ হাজার টাকা বন্ডে কৌস্তভ বাগচীর জামিনের (Bail) আবেদন মঞ্জুর করেন বিচারক।

আর জামিন হওয়ার পরই প্রতিশ্রুতি মতো মাথার চুল কামিয়ে ন্যাড়া হন কংগ্রেস মুখপাত্র। এই রাজ্যের শাসককে স্বৈরাচারী আখ্যা দিয়ে গ্রেফতারির প্রতিবাদ জানাতে, যতদিন পর্যন্ত না রাজ্য থেকে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারছেন ততদিন তিনি মাথায় চুল গজাতে দেবেন না বলেও জানান। আরও পড়ুন: Anubrata Mondal: দিল্লি যাত্রার টানাপোড়েনের মাঝে হাসপাতালে ভর্তি করা হল অনুব্রত মণ্ডলকে, বিপাকে কেষ্ট

জামিন পাওয়ার পরেই ব্যাঙ্কশাল আদালতের বাইরে রাস্তার উপর বসে চুল কামিয়ে ন্যাড়া হন। তারপর এপ্রসঙ্গে বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না উৎখাত করতে পারছি, আমার মাথার চুল আমি গজাব না।"

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now