Adhir Ranjan Chowdhury Attack WB administration: মনোনয়নে হিংসার জেরে রাজ্য প্রশাসনকে তোপ অধীরের, ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হতেই অশান্তি শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া গণ্ডগোল জেরে এখনও পর্যন্ত গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। মনোনয়ন পর্বের সময় এত মানুষের মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছে কলকাতা হাইকোর্টও।

Photo Credits: ANI

কলকাতা: পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হতেই অশান্তি শুরু হয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া গণ্ডগোল জেরে এখনও পর্যন্ত গোটা রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। মনোনয়ন পর্বের সময় এত মানুষের মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছে কলকাতা হাইকোর্টও। এই পরিস্থিতি দেখে ও দায়ের হওয়ার মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত নির্বাচন করানোর রায় দিয়েছেন।

রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি। উলটে সুপ্রিম কোর্টের রাজ্যের আবেদন বাতিল করে কলকাতা হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়েছে। যা উদ্দীপনা জুগিয়েছে বিরোধী শিবিরে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ে নিজেদের নৈতিক জয় দেখছেন তারা। যদিও অবস্থা রয়েছে সেই একই তিমিরে। গতকাল মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিস চত্ত্বরে প্রতীক জমা দিতে যাওয়ার সময় তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কংগ্রেস নেতা-কর্মীরা। পুলিশের উপস্থিতিতে তাঁদের হাত যেতে প্রতীক ও অন্য়ান্য কাগজপত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বুধবার মুর্শিদাবাদে (Murshidabad) এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (West Bengal Congress president Adhir Ranjan Chowdhury) নেতৃত্বে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা (Congress leader-worker)। এই কর্মসূচী রূপায়ণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহরমপুরের  কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, "বিডিও অফিসের (BDO office) মধ্যে কংগ্রেস নেতাদের উপর আক্রমণ (attack) করা হয়েছে। এটা বিডিও-র দায়িত্ব যে এই বিষয়ে ব্যবস্থা (action) করা এবং আমাদের প্রার্থীদের ভোটে দাঁড়াতে অ্যালাউ করা (contest elections)। এটা আমাদের অধিকার (right)। কিন্তু, ২৬ ঘণ্টা পার হয়ে গেলেও সরকার (government) এই বিষয়ে কোনও গুরুত্ব দিচ্ছে না। তাই আমরা আদালতের কাছে ন্যায় বিচারের (justice) জন্য দ্বারস্থ হয়েছি। আরও পড়ুন:Ushasie Chakraborty On Suchetana Bhattacharjee: বুদ্ধদেব-তনয়ার লিঙ্গ বদলের সিদ্ধান্ত, 'সাহসী সুচেতন'-এর পাশে ঊষসী

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now