West Bengal Panchayat Polls 2023: ভোটকেন্দ্রে বোমায় মৃত বৃদ্ধকে দেখতে হাসপাতালে অধীর, মুর্শিদাবাদের ভিডিয়ো
পঞ্চায়েত ভোট চলাকালীন মুর্শিদাবাদে বোমার আঘাতে জখম হয়েছিলেন ৮২ বছরের এক বৃদ্ধ। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁর মৃত্যু হয়।
মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোট (WB Panchayat Polls 2023) চলাকালীন মুর্শিদাবাদে (Murshidabad) বোমার (bomb) আঘাতে জখম হয়েছিলেন ৮২ বছরের এক বৃদ্ধ। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে হাসপাতালেই (hospital) ওই বৃদ্ধকে দেখতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (West Bengal Congress president Adhir Ranjan Chowdhary)। সেখানে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন তিনি। এছাড়া হাসপাতালে জখম অবস্থায় চিকিৎসারত অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও দেখা করেন বহরমপুরের সাংসদ।
জানা গেছে, ওই বৃদ্ধ যে বুথে ভোট দিতে গেছিলেন সেখানে হামলা চালায় একদল দুষ্কৃতী (miscreants)। তাদের ছোঁড়া বোমায় জখম হয়ে মৃত্যু হয় (killed) বৃদ্ধের। আরও পড়ুন: WB Panchayat Elections 2023 Live: গণতন্ত্রের উৎসবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত গোটা বাংলা জুড়ে