Narendra Modi Turns 69: নরেন্দ্র মোদির জন্মদিনে মমতা ব্যানার্জির শুভেচ্ছা, দেখা হবে কাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Ministar Narendra Modi) আজ শুভ জন্মদিন (happy Birthday) ৷ ৬৯ বছরে পা দিলেন নমো। জন্মদিনের শুরুটা অন্যান্য বারের মতই মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করবেন তিনি৷ রাজনৈতিক মতভেদ ভুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Ministar Narendra Modi) আজ শুভ জন্মদিন (happy Birthday) ৷ ৬৯ বছরে পা দিলেন নমো। জন্মদিনের শুরুটা অন্যান্য বারের মতই মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করবেন তিনি৷ রাজনৈতিক মতভেদ ভুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee) । সকাল সকাল টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ টুইট করে মমতা লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীকে জন্মদিনের শুভেচ্ছা।"
রাজনৈতিক বিরোধ যতই থাকুক না কেন, কোনও দিনই সৌজন্য ভোলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ বিরোধের প্রাচীর যতই উঁচু হোক না কেন তাই অন্যান্য বারের মতই জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন তিনি। বর্তমানে রাজ্যে লগ্নির জন্য ১৩ দিনের ইউরোপ (Europe) সফরে রয়েছেন মমতা৷ উল্লেখ্য, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও (Ex Conggress President Rahul Gandhi) ট্যুইটারে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে হ্যাপি বার্থডে! তাঁর সুস্বাস্থ্য ও খুশি কামনা করি৷' আরও পড়ুন-নরেন্দ্র মোদির আজ ৬৯ তম জন্মদিন, শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রধানমন্ত্রী
জন্মদিনে ইতিমধ্যেই সর্দার সরোবরে (sardar Sarobar) গিয়ে স্ট্যাচু অফ ইউনিটি (Statu of Unity) ঘুরে দেখেছেন নমো৷ বারাণসীতে (varanasi) একটি প্রাইমারি স্কুলের ছাত্রদের (Primary school student) সঙ্গেই এবার জন্মদিন উপভোগ করছেন মোদি বলে জানা গিয়েছে৷ মোদির জন্মদিনে টুইটারে ভারতীয় ট্রেন্ডিং (Indian Tranding) - #HappyBdayPMModi ও #HappyBirthDayPM৷ প্রধানমন্ত্রীর জন্মদিনে আস্ত ব্লগ (Blog) লিখে ফেলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ (BJP President Amit Sah) ৷ ব্লগের শীর্ষক- 'The Modi I know: The PM thinks big and is an institution builder par excellence'৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)