Mamata Banerjee On All-Party Meet: বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সর্বদলীয় বৈঠক নিয়ে কী বললেন মমতা, দেখুন ভিডিয়ো
আগামী ২৩ জন বিহারের রাজধানী পাটনায় বিজেপি বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ২০২৪ সালে দেশের ক্ষমতা থেকে উৎখাতের জন্য একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন।
কলকাতা: আগামী ২৩ জন বিহারের (Bihar) রাজধানী পাটনায় (Patna) বিজেপি বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ২০২৪ সালে দেশের ক্ষমতা থেকে উৎখাতের জন্য একটি সর্বদলীয় বৈঠক (all-party meeting) ডেকেছেন।
কংগ্রেস-সহ বিভিন্ন দলগুলি সেখানে উপস্থিত থাকলেও থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দুপুরে ওই বৈঠকে না থাকার কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখন খুব দেরি হয়ে গেছে। আমি এই বিষয়ে একটি চিঠি (written a letter) লিখে জানিয়েছি যে আমি ওই সময়ে মণিপুর (Manipur) সফরে যাচ্ছি। সর্বদলীয় বৈঠক ডাকার পর আমার কাছে গতকালই এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তাই আমি থাকতে না পারলেও ডেরেক ও ব্রায়েনকে (Derek O' Brien) ওই বৈঠকে যোগ দিতে পাঠাচ্ছি।" আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury Attack WB administration: মনোনয়নে হিংসার জেরে রাজ্য প্রশাসনকে তোপ অধীরের, ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য
দেখুন ভিডিয়ো: