Mamata Banerjee On PK Banerjee: 'আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে যাবেন', পিকে ব্যানার্জির প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

ফুটবলার পিকে ব্যানার্জির (PK Banerjee) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, "পিকে ব্যানার্জির প্রয়াণে গভীর দুঃখ পেয়েছি। তিনি অর্জুন পুরষ্কার বিজয়ী, এশিয়ান গেমসে সোনাজয়ী, ফিফার কন্টিনন্টাল অর্ডার অফ মেরিট পেয়েছেন। বঙ্গ বিভূষণ পেয়ছেন। এছাড়া তিনি দু'বারের অলিম্পিয়ান। ভারতীয় ফুটবলে পি কে ব্যানার্জির অতুলনীয় অবদান আমাদের স্মৃতিতে থাকবে এবং তিনি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে যাবেন। অপূরণীয় এই ক্ষতির জন্য ভক্ত, পরিবার এবং ক্রীড়া জগতের প্রতি সমবেদনা।" শুক্রবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন পিকে ব্যানার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কয়েকদিন ধরেই তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পিকে। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে।

মমতা ব্যানার্জি (Photo Credits: PTI)

কলকাতা, ২০ মার্চ: ফুটবলার পিকে ব্যানার্জির (PK Banerjee) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, "পিকে ব্যানার্জির প্রয়াণে গভীর দুঃখ পেয়েছি। তিনি অর্জুন পুরষ্কার বিজয়ী, এশিয়ান গেমসে সোনাজয়ী, ফিফার কন্টিনন্টাল অর্ডার অফ মেরিট পেয়েছেন। বঙ্গ বিভূষণ পেয়ছেন। এছাড়া তিনি দু'বারের অলিম্পিয়ান। ভারতীয় ফুটবলে পি কে ব্যানার্জির অতুলনীয় অবদান আমাদের স্মৃতিতে থাকবে এবং তিনি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে যাবেন। অপূরণীয় এই ক্ষতির জন্য ভক্ত, পরিবার এবং ক্রীড়া জগতের প্রতি সমবেদনা।"

শুক্রবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন পিকে ব্যানার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কয়েকদিন ধরেই তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। সোমবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিন প্রকাশ করে জানিয়ে দেয়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পিকে। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। আরও পড়ুন: PK Banerjee Passes Away: প্রয়াত কিংবদন্তী ফুটবলার পিকে ব্যানার্জি

গত ২১ জানুয়ারি তাঁর শারীরিক সমস্যা বাড়ে। তাঁকে ভরতি করতে হয় হাসপাতালে। যদিও ৪৮ ঘণ্টার মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তবে দিন পনেরো পর ফের অসুস্থ হয়ে ভরতি হন হাসপাতালে। প্রায় মাসখানেক সেখানেই ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। দ্রুত তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করতে বাধ্য হন চিকিৎসকরা।