Mamata Banerjee: ধর্ষণের বিরুদ্ধে আইন আরও কড়া হোক, প্রধানমন্ত্রীকে মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

আরজি কর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে অভিযুক্ত সঞ্জয় রায়কে ছাড়া এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি তাঁরা।

নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি (Photo Credit-Facebook)

আরজি কর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। তবে অভিযুক্ত সঞ্জয় রায়কে ছাড়া এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি তাঁরা। এই সঞ্জয়কেও অবশ্য কলকাতা পুলিশই ধরেছে।  তবে এই কেসটি সুপ্রিম কোর্টের নির্দেশে যখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে দেওয়া হল তারপর থেকে এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি তাঁরা। অন্যদিকে রাজ্যের শাসক দল এই তদন্ত দ্রুত শেষ করার জন্য চাপ দিচ্ছে। এই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দ্রুত তদন্তের দাবিতে মিছিল পর্যন্ত করেছিল। এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখছেন। সেখানে ধর্ষণের বিরুদ্ধে আই কড়া করার আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে যে হারে ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনা বেড়ে চলেছে। সেই বিষয়ে নজর রেখে দেশে এর বিরুদ্ধে কড়া আইন আনা দরকার। রেকর্ড অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে সারাদিনে প্রায় ৯০টির বেশি এই ধরণের ঘটনা ঘটছে। এই ধরণের ঘটনাগুলি সমাজ ও জনসাধারণের বিবেককে নাড়া দিচ্ছে। নারীদের নিরাপত্তা দেওয়া এবং এই ধরনের ঘটনা বন্ধ করা আমাদের বাধ্যতামূলক কর্তব্য। এই ধরণের জঘন্যতম অপরাধের সঙ্গে যাঁরা যুক্ত থাকবে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া প্রয়োজন, এবং দেখতে হবে তাঁরা যেন দ্রুত শাস্তি পায়। কেন্দ্রীয় আইনের মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতে অপরাধীদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনায় ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।