WB Assembly Election 2021: : আগামীকাল দলীয় ইশতেহার ঘোষণা মমতার

বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2021) জন্য আগামীকাল দলীয় ইশতেহার (Manifesto) প্রকাশ করবে তৃণমূল (TMC)। কালীঘাটে সাংবাদিক বৈঠকে ইশতেহার প্রকাশ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখনও পর্যন্ত বিরোধী বিজেপি ও বাম-কংগ্রেস-আইএসএফ জোট তাদের ইশতেহার প্রকাশ করেনি। সেদিক থেকেই কিছুটা এগিয়ে শুরু করছে তৃণমূল। এর আগে অন্য দলগুলির আগেই রাজ্যের শাসকদল প্রার্থীও ঘোষণা করেছে। একদিনেই ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা ব্যানার্জি

কলকাতা, ১০ মার্চ: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2021) জন্য আগামীকাল দলীয় ইশতেহার (Manifesto) প্রকাশ করবে তৃণমূল (TMC)। কালীঘাটে সাংবাদিক বৈঠকে ইশতেহার প্রকাশ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখনও পর্যন্ত বিরোধী বিজেপি ও বাম-কংগ্রেস-আইএসএফ জোট তাদের ইশতেহার প্রকাশ করেনি। সেদিক থেকেই কিছুটা এগিয়ে শুরু করছে তৃণমূল। এর আগে অন্য দলগুলির আগেই রাজ্যের শাসকদল প্রার্থীও ঘোষণা করেছে। একদিনেই ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজই নন্দীগ্রাম আসনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন (Nomination) পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে তিনি মনোনয়ন পেশ করেন। তার আগে হলদিয়ায় মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত তিনি রোড শো করেন। রোড শোয়ের আগে রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দেন তিনি। নিজের হাতে প্রসাদ বিতরণ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর এদিন নন্দীগ্রামেই ফিরবেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: Mamata Banerjee Files Nomination: নন্দীগ্রাম আসনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে নন্দীগ্রামে রয়েছেন প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ বিজেপি প্রার্থী হিসেবে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে তিনি রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। পথে নেমেই শুভেন্দু বলেন, “আমি নন্দীগ্রামের ভোটার। এখানকার মাটির ছেলে। দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। উনি নন্দীগ্রামের নিরাপত্তা নিয়ে ভাবছেন না। আম্ফানের টাকায় ঘুরে বেড়াচ্ছেন। কাল জুতো পরে মন্দিরে প্রণাম করেছেন।"