Madhyamik-HS Exam Update: বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ, ৭২ ঘণ্টায় রিপোর্ট

উচ্চমাধ্যমিক শিক্ষ সংসদ ও মধ্য শিক্ষা পর্ষদের রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধমিক পরীক্ষার সূচি ঘোষণার কথা ছিল৷ কিন্তু সকালেই জানা গেছে, এখনও মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা হচ্ছে না৷

ছবি ট্যুইটার

কলকাতা, ২ জুন: করোনার গেরোয় স্কুল কলেজের পড়াশোনা একেবারে শিকেয় উঠেছে৷ বোর্ড পরীক্ষা (Board Exam 2021 schedule) তো আর পড়ুয়ার কাছে ছেলেখেলা নয়৷ তাই তানিয়ে সিদ্ধান্ত নিতে হলে সময় তো লাগবেই৷ আজ বুধবার দুপুরবেলা করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক শিক্ষ সংসদ ও মধ্য শিক্ষা পর্ষদের রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধমিক পরীক্ষার সূচি ঘোষণার কথা ছিল৷ কিন্তু সকালেই জানা গেছে, এখনও মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষণা হচ্ছে না৷ এজন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে৷ সেই কমিটি রাজ্য সরকারকে রিপোর্ট দেবে৷ অর্থাৎ করোনাকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হলে কীভাবে কোভিড বিধি মানতে হবে৷ আর যদি পরীক্ষা না হয়, তাহলে কিসের ভিত্তিতে মূল্যায়ণ হবে৷   এই সংক্রান্ত যাবতীয় বিষয়ের রিপোর্ট রাজ্যকে দেবে বিশেষজ্ঞ কমিটি৷  আরও পড়ুন-Hansal Mehta's Father Dies: বাবার জীবনাবসানে শোকাহত হনসল মেহতা, করলেন টুইটএই কমিটিতে থাকছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের শীর্ষ পদাধিকারীরা, চিকিৎসক, মনোবিদ, রাজ্য সিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন, ও শিশু কিশোরদের নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা৷ বিশেষজ্ঞ কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে৷ সেই রিপোর্টের ভিত্তিতে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের ভবিষ্যৎ নির্ধারণ হবে৷ এদিকে গত রবিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, মাধ্যমিক পরীক্ষা হবে আগস্টের দ্বিতীয় সপ্তাহে৷ তার আগে জুলাইয়ের শেষে হয়ে যাবে উচ্চমাধ্যমিক৷ পরীক্ষার সূচি ঘোষণা করবে মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ তবে সেসব কেন আচমকাই স্থগিত হয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়৷

অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রী সিবিএসসি-র দ্বাদশ পরীক্ষা বাতিল করেছেন৷ এই দেখে আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষাও বাতিল হয়েছে৷ পরীক্ষা বাতিল প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেছেন, পড়ুয়াদের সুস্থতা, সুরক্ষা সবকিছুর আগে৷ তবে পরে চাইলে কোনও পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারেবন৷ বোর্ডের তরপে তার বন্দোবস্তও করা হবে৷