Mamata Banerjee Writes Letter To Centre: লকডাউনের জেরে আর্থিক ক্ষতি, ২৫০০০ কোটি টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা ব্যানার্জির
করোনাভাইরাসের (Covid_19 Outbreak) মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। রাজ্য়ে করোনাভাইরাসের জেরে চলমান পরিস্থিতি কড়া হাত সামলাচ্ছেন মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। বৃহস্পতিবার এই লকডাউন পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তারপরই সিদ্ধান্ত হতে পারে যে ১৪ এপ্রিলের পর দেশে লকডাউনের সময়সীমা আরও বাড়বে কি না।
কলকাতা, ১ এপ্রিল: করোনাভাইরাসের (Covid_19 Outbreak) মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। রাজ্য়ে করোনাভাইরাসের জেরে চলমান পরিস্থিতি কড়া হাত সামলাচ্ছেন মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন। বৃহস্পতিবার এই লকডাউন পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, তারপরই সিদ্ধান্ত হতে পারে যে ১৪ এপ্রিলের পর দেশে লকডাউনের সময়সীমা আরও বাড়বে কি না।
মোদিকে চিঠিতে মমতা ব্যানার্জি লিখেছেন, "রাজস্ব আদায় বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও আমরা এমাসে সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দিয়েছি। যদিও কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য পুরো বেতন বা অবসরভাতা দিতে পারেনি। আমাদের আগের সরকার বিপুল ঋণ রেখে গেছে। আমরা এখনও পর্যন্ত তাও শোধ করার চেষ্টা করছি। কিন্তু ভবিষ্যতে কী হবে জানি না।" মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমরা শিশুকন্যা, ছাত্র, কৃষক, অসংগঠিত শ্রমিক ও সমাজের অন্য পিছিয়ে পড়া অংশের কাছে প্রতিশ্রুতি রাখতে দায়বদ্ধ। এই বিপদের সময়ে রাজ্যের ৯ কোটি মানুষকে রেশন দিতে হবে। কেন্দ্রীয় কর থেকে রাজ্য সরকারের যা প্রাপ্য তা থেকে ১১ হাজার কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের প্রাপ্য রয়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। আমার অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, কেন্দ্র কর মকুবের কথা ভাবুক।" আরও পড়ুন: Kolkata: কলকাতায় খোঁজ মিলল ৩৯ জন বিদেশি মুসলিম ধর্মপ্রচারকের, পাঠানো হল কোয়ারান্টাইনে
মুখ্যমন্ত্রীর জানিয়েছে, কেন্দ্রীয় সরকার যদি কর মকুবের প্রস্তাব মেনে নেয় তা হলেও বর্তমান পরিস্থিতির মোকাবিলা যথাযথভাবে করা যাবে না। এর পরেই প্রধানমন্ত্রীক তিনি লিখেছেন, "আপনার কাছে আবেদন জানাচ্ছি, কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে ২৫ হাজার কোটি টাকা দিক। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মর্যাদা রক্ষার জন্য আমাদের এই সাহায্য করা উচিত। করোনাভাইরাস অতিমহামারীর সময় আমরা এই সাহায্য আশা করতেই পারি।"