WB Bypolls: উত্তপ্ত রাজ্য রাজনীতির মাঝেই কাল বালিগঞ্জ-আসানসোলে ভোট, বাবুল গড় ধরে রাখতে মরিয়া বিজেপি, তৃণমূলের লক্ষ্য ২-০
রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড থেকে মগরাহাটে সিভিক ভলেন্টিয়ার খুন, হাঁসখালি ধর্ষণ
কলকাতা, ১১ এপ্রিল: রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড থেকে মগরাহাটে সিভিক ভলেন্টিয়ার খুন, হাঁসখালি ধর্ষণ-একের পর এক কাণ্ডে আচমকাই রাজ্য রাজনীতি উত্তপ্ত। এর মাঝেই আগামিকাল, মঙ্গলবার রাজ্যে উপনির্বাচন। বাবুল সুপ্রিয়-র ইস্তফা দেওয়ায় আসানসোল লোকসভা ও সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে খালি হওয়া বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপনির্বাচনটা বিজেপি-র কাছে অগ্নিপরীক্ষার। বিধানসভা নির্বাচনে খারাপ ফলের পর রাজ্যে যত নির্বাচন হয়েছে, সবেতে একেবারে খারাপ ফল করেছে সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীর দল। পুরভোটে তো তিনে নেমে গিয়েছে বিজেপি। এমন অবস্থায় তলিয়ে তলিয়ে যেতে যেতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়া নিয়ে গা ঝেড়ে দিয়ে নেমেছে গেরুয়া শিবির। বেশ কয়েক মাস পুরো ঝিমিয়ে থাকার পর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-রা এবার হারানো জমি খুঁজতে মরিয়া।
বিজেপি-র লক্ষ্য থাকবে ২০১৪ থেকে দখলে থাকা আসানসোলকে নিজেদের দখলে রাখা। আসানসোলে লোকসভায় কখনও জিততে পারেনি তৃণমূল। সেই ধারা বজায় রাখতে গেরুয়া শিবির। অন্যদিকে, বাবুল সুপ্রিয়-কে দলে টেনে আসানসোলে সুবিধাজনক অবস্থায় আছে দিদির দল। বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা প্রচারে দারুণ সাড়া পেয়েছে বলে তৃণমূল শিবিরের দাবি। আবার বিজেপি-র দাবি বিধায়ক ঘরের মেয়ে, কাছের মেয়ে অগ্নিমিত্র পল-কেই আপন করে নিচ্ছে আসানসোলের মানুষ। আরও পড়ুন: 'মেয়েটির অ্যাফেয়ার ছিল শুনেছি', মৃত্যুর ৫ দিন পর কেন অভিযোগ? হাঁসখালি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
বিহারী বাবু বনাম অগ্নিমিত্রার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে সেটাই দেখার। ২০১৯ লোকসভায় বিজেপি-র টিকিটে বাবুল সুপ্রিয় আসানসোল থেকে তৃণমূলের মুনমুন সেনের বিরুদ্ধে জিতেছিলেন ১ লক্ষ ৯৭ হাজার ভোটে। তবে ২০২১ বিধানসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় তৃণমূলের লিড ছিল ৫০ হাজারের বেশি। আসানসোলে ট্র্যাডিশনাল বাম ভোট কোন ফুলে যায়, নাকি কাস্তে হাতুড়িতে ফেরে তার ওপর উপনির্বাচনের ফল অনেকটা নির্ভর করছে।
আসানসোলের পাশাপাশি আগামিকাল, মঙ্গলবার ভোট বালিগঞ্জ বিধানসভায়। তৃণমূলের গড় বালিগঞ্জের ভোট জমে গিয়েছে বাবুল সুপ্রিয়-র জন্য। গত বিধানসভায় তৃণমূলকে সমালোচনায় ধুয়ে দেওয়া বাবুলকে দিদির দলের কর্মী-সমর্থকরা কতটা মেনে নেন সেটা দেখার। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপ্তা বেষ্টনীতে দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।