Sukanta Majumdar On Mahua Moitra: মহুয়া মৈত্রকে এথিকস কমিটিতে ডাকার প্রসঙ্গে কী বললেন সুকান্ত মজুমদার? দেখুন ভিডিয়ো

টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এর জেরে প্রথমে তাঁকে ৩১ অক্টোবর তলব করে সংসদের এথিকস কমিটি।

Photo Credits: ANI

কলকাতা: টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের (TMC MP Mahua Moitra) বিরুদ্ধে। এর জেরে প্রথমে তাঁকে ৩১ অক্টোবর তলব করে সংসদের এথিকস কমিটি (Lok Sabha Ethics Committee)। শুক্রবার কৃষ্ণনগরের সাংসদ চিঠি দিয়ে কমিটিকে জানান, ৩১ অক্টোবর নয় তিনি ৪ নভেম্বরের পরে দেখা করতে পারবেন। কিন্তু, শনিবার তাঁকে ফের ২ নভেম্বর আসতে বলে এথিকস কমিটি। ইতিমধ্যে তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার (West Bengal BJP President Sukanta Majumdar) বলেন, "যখন এথিকস কমিটি ওনাকে ডেকে পাঠিয়েছে তখন ওনার যাওয়া উচিত। তাঁর বিরুদ্ধে খুব বড় অভিযোগ। তিনি শুধুমাত্র নিজের লগইন পাসওয়ার্ড (login password) অন্যকে দেননি, দিয়েছিলেন একজন ব্যবসায়ীকে। তিনি এটা দিয়েছিলেন হিরনন্দানির মালিককে।" আরও পড়ুন: Kunal Ghosh On Mahua Moitra's Issue: মহুয়া মৈত্রের বিষয় নিয়ে সংসদের এথিকস কমিটিকে তীব্র আক্রমণ, ভিডিয়োতে শুনুন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য

দেখুন ভিডিয়ো: