West Bengal Bandh: 'আগামীকালের প্রস্তাবিত বনধ মানা হবে না', স্পষ্ট জানাল নবান্ন
বুধবারের বনধ কোনওভাবে মেনে নেবে না রাজ্য সরকার। বনধ প্রতিহত করতে রাজ্য সরকারের তরফে সমস্ত ধরনের পদক্ষেপ করা হবে বলেও জানান আলাপন বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ২৭ অগাস্ট: আগামীকাল অর্থাৎ বুধবারের প্রস্তাবিত বনধে (West Bengal Bandh) কেউ অংশ নেবেন না। কালকের প্রস্তাবিত বনধ কেউ মানবেন না। এমনই জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। শিক্ষা, স্বাস্থ্য-সহ সমস্ত পরিষেবা চালু থাকবে। বুধবারের বনধ কোনওভাবে মেনে নেবে না রাজ্য সরকার। বনধ প্রতিহত করতে রাজ্য সরকারের তরফে সমস্ত ধরনের পদক্ষেপ করা হবে বলেও জানান আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযানের (Nabanna Abhijan) মাঝে সাংবাদিকদের সামনে হাজির হয়ে বিজেপির প্রস্তাবিত বনধ মোকাবিলায় রাজ্য সরকার কী কী ব্যবস্থা নেবে, সে বিষয়ে স্পষ্ট জানান আলাপন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আগামীকালের প্রস্তাবিত ধর্মঘট মানা হবে না বলে নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে।
আরও পড়ুন: West Bengal Bandh: বুধে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির, 'চক্রান্ত ভেস্তে গিয়েছে', তোপ কুণালের
প্রসঙ্গত বুধবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দেয় বিজেপি (BJP)। সুকান্ত মজুমদার সাংবাদিকদের সামনে বনধের কথা জানান। অন্যদিকে নবান্ন (Nabanna) অভিযানের চক্রান্ত ভেস্তে যেতেই বিজেপির তরফে পালটা বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে বলে পালটা তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।