Biman Banerjee On Unparliamentary Words: 'বিধানসভায় অসংসদীয় শব্দের ব্যবহার চাই না', ভিডিয়োতে শুনুন বিধায়কদের বার্তা দিয়ে আরও কী বললেন বিমান বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে।
কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ (unparliamentary words) ব্যবহারের অভিযোগ ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ও বিরোধী দল বিজেপি (BJP) বিধায়কদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। এর মাঝেই বুধবার এই বিষয়ে মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Speaker Biman Banerjee)।
এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার ইচ্ছা (desire) এখানে যেন কোনও অসংসদীয় শব্দ ব্যবহার না হয়। কিছু সময় আমি লক্ষ্য করি সদস্যরা তাঁদের মেজাজ (temptation) নিয়ন্ত্রণে রাখতে পারেন না। আমরা চাই বিধানসভা সঠিক ভাবে চলুক আর সদস্যরা কোনও অসংসদীয় শব্দ না ব্যবহার করে আইন মেনে তাঁদের কর্তব্য পালন করুন।" আরও পড়ুন: Mamata Banerjee Attack Central Government: 'আমাদের ঋণ নিয়ে মন্তব্য করলেও নিজেদের বিষয়ে মুখ খোলে না', ভিডিয়োতে দেখুন কেন্দ্র-কে আক্রমণ করে কী বললেন মমতা
দেখুন ভিডিয়ো: