West Bengal Assembly Elections Phase 6 : বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ, জেনে নিন কোন কোন কেন্দ্রে নির্বাচন
আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) ষষ্ঠ দফার ভোটগ্রহণ। এইদিন রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট। এই চার জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুর। উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে, নদিয়া জেলার ৯টি আসনে, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসনে ও উত্তর দিনাজপুর জেলার সব আসনে নির্বাচন হবে। ৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি।
কলকাতা, ২১ এপ্রিল: আগামীকাল ২২ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) ষষ্ঠ দফার ভোটগ্রহণ। রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট। এই চার জেলার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া ও উত্তর দিনাজপুর। উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে, নদিয়া জেলার ৯টি আসনে, পূর্ব বর্ধমান জেলার ৮টি আসনে ও উত্তর দিনাজপুর জেলার সব আসনে নির্বাচন হবে। ৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি।
কোন কোন কেন্দ্রে ভোট:
- উত্তর দিনাজপুর: চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ (এসসি), কালিয়াগঞ্জ (এসসি), রায়গঞ্জ, ইটাহার।
- নদিয়া: করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
- উত্তর ২৪ পরগনা: বাগদা (এসসি), বনগাঁ উত্তর (এসসি), বনগাঁ দক্ষিণ (এসসি), গাইঘাটা (এসসি), স্বরূপনগর (এসসি), বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।
- পূর্ব বর্ধমান: ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম (এসসি), গলসি (এসসি)। আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের জন্য পর্যাপ্ত করোনার ভ্যাকসিন চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দোপাধ্যায়ের
নজরকাড়া কেন্দ্র: হেমতাবাদ, কৃষ্ণনগর উত্তর, ব্যারাকপুর, বিজপুর,মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া, ইসলামপুর, আউশগ্রাম, কালিয়াগঞ্জ।
হেভিওয়েট প্রার্থী: হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূলের স্বপন দেবনাথ, চন্দ্রিমা ভট্টাচার্য, উজ্জল বিশ্বাস, কৌশানি মুখোপাধ্যায়। কৌশানির বিপরীতে কৃষ্ণনগর উত্তর থেকে লড়ছেন মুকুল রায়। এছাড়া হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক ও বিজেপির রাহুল সিনহা।
এদিকে ষষ্ঠ দফার নির্বাচনে বুথ পাহারায় ৭৭৯ কম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central force) মোতায়েন থাকবে। এই ৭৭৯ কম্পানির মধ্যে আসানসোল-দুর্গাপুরে থাকবে ১৪ কম্পানি, উত্তর ২৪ পরগনার বারাসাত এবং বনগাঁ মিলিয়ে থাকছে মোট ১২৮ কম্পানি। ব্যারাকপুরে ১০৭ কম্পানি। বসিরহাটে ৪০ এবং বিধাননগরের আওতাভুক্ত এলাকায় থাকবে ৩ কম্পানি বাহিনী। এছাড়াও উত্তর দিনাজপুরে ১৮১ কম্পানি, কৃষ্ণনগরে ১৬৩ কম্পানি। পূর্ব বর্ধমানের ৮টি কেন্দ্রের নিরাপত্তায় থাকছে ১৪৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)