West Bengal Assembly Elections 2021 8th Phase Poll Live Updates: বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৭৬.০৭ শতাংশ

আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে। শেষ দফায় চার জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। মালদার ৬টা আসন হল-মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর। মুর্শিদাবাদের ১১টা আসন হল-খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি।

কলকাতা, ২৯ এপ্রিল: আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) অষ্টম তথা শেষ দফার (8th Phase Poll) ভোটগ্রহণ চলছে। শেষ দফায় চার জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। মালদার ৬টা আসন হল-মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর। মুর্শিদাবাদের ১১টা আসন হল-খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল ও জলঙ্গি।

বীরভূমের ১১টা আসন হল-সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, নানুর, লাভপুর, রামপুরহাট, ময়ূরেশ্বর, মুরারই, নলহাটি ও হাসন। কলকাতার যে ৭টা আসনে ভোট-চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া ও শ্যামপুকুর।

লাইভ আপডেট: