IPL Auction 2025 Live

West Bengal Assembly Elections 2021 4th Phase Poll Live Updates: চতুর্থ দফায় ভোট শেষ, সন্ধে ৭টা পর্যন্ত ভোটে দানের হার ৭৬.১৬ শতাংশ

আজ রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোটগ্রহণ শুরু হল। দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনেও ভোট নেওয়া শুরু হয়েছে।

আজ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) চতুর্থ দফায়  ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোটগ্রহণ শুরু হল। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার যথাক্রমে ৯, ১০ ও ১১টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে।

যে যে আসনে ভোট: হাওড়া- বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব এবং ডোমজুড়। আলিপুরদুয়ার-কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট। কোচবিহার- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি ও তুফানগঞ্জ। দক্ষিণ ২৪ পরগনা-সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ। হুগলি- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম এবং চণ্ডীতলা।

লাইভ আপডেট: