West Bengal Assembly Election Results 2021 Live Updates: নন্দীগ্রামে শেষ হাসি কার? এখনও জারি চাপানউতোর

আজ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের ২৯২টি আসনের ভোট গণনা শুরু হবে আজ সকাল থেকে। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভার ২৯২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। রাজ্যের ২৩টি জেলায় ১০৮টি গণনাকেন্দ্রে ভোট গণনা হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৪ রাজ্য অর্থাৎ অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোট গণনা হবে রবিবার৷

ফাইল ছবি

কলকাতা, ২ মে: আজ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের ২৯২টি আসনের ভোট গণনা শুরু হল সকাল ৮টা থেকে। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভার ২৯২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। রাজ্যের ২৩টি জেলায় ১০৮টি গণনাকেন্দ্রে ভোট গণনা হবে।প্রথমে পোস্টাল ব্যালট, সাধারণ ব্যালটে গণনা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা। দুই প্রার্থীর মৃত্যুর জেরে ভোট হয়নি  সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। মুর্শিদাবাদের এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ ১৬ মে। ফল ঘোষণা ১৯ মে।

গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে রাজ্য পুলিশ, ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোভিডের কারণে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করা যাবে না বিজয় মিছিলও। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৪ রাজ্য অর্থাৎ অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোট গণনা হবে রবিবার৷

লাইভ আপডেট:

  • নন্দীগ্রাম নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে তৃণমূলের ৩ সদস্য
    • নন্দীগ্রামে ভোট গণনা এখনও শেষ হয়নি, জল্পনা ছড়াবেন না, টুইট তৃণমূল কংগ্রেসের।

  • নন্দীগ্রামে ভোট নিয়ে কারচুপির দাবি তুলে, পুনর্গণনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
  • নন্দীগ্রামে হার মমতার, ১৯৫৩ ভোটে জয় শুভেন্দুর
  •  সংবাদসংস্থা এএনআই-র খবর অনুযায়ী, ১২০০ ভোটে হার শুভেন্দুর।
  • ১৬ রাউন্ড শেষে ৮২০ ভোটে এগিয়ে মমতা
  • খণ্ডঘোষে জয়ী তৃণমূল প্রার্থী
  • রায়নায় জয়ী তৃণমূলের শম্পা ধাড়া
  • ১৪ রাউন্ডের গণনার শেষে নন্দীগ্রামে ৩ হাজার ১৩২ ভোটে এগিয়ে মমতা
  • সিঙ্গুরে  জয়ী তৃণমূলের বেচারাম মান্না
  • খড়গপুরে জয়ী  বিজেপির হিরণ
  • উত্তর ২৪ পরগনায় বন্ধ ভোট গণনা
  • মাণিকতলায় এগিয়ে সাধন পাণ্ডে
  • ১৬ হাজার ৭০০ ভোটে এগিয়ে অতীন ঘোষ
  • ৪৪ হাজার ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম
  • বজবজে জয়ী তৃণমূলের অশোক দেব
  • বারবনীতে জয়ী তৃণমূল প্রার্থী
  • বিজেপি প্রার্থী তাপস রায়ের গাড়িতে ভাঙচুরের অভিযোগ
  • ডোমজুরের গণনাকেন্দ্রে উত্তেজনা, জখম ২
  • কোচবিহার দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী
  • সিতাইয়ে এগিয়ে বিজেপি
  • পিংলাতে এগিয়ে তৃণমূল
  • বিষ্ণুপুরে  এগিয়ে বিজেপি
  • কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার

    ৮০০ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে

  • ১১ রাউন্ড শেষে নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
  • হাওড়ার শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি

    ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী মনোজ তিওয়ারি

  • ১৭ হাজার ২১২ ভোটে উলুবেড়িয়া পূর্বে জয়ী তৃণমূলের বিদেশ বসু
  • জামুড়িয়ায় ৭ হাজার ৭৬৯ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ
  • হেস্টিংসে বিজেপির অফিসের সামনে তৃণমূল কর্মীদের জয়ের উচ্ছ্বাস
  • ১৪ হাজার ৩১১ ভোটে উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূলের সমীর পাঁজা
  • ভবানীপুরে ২২ হাজার ৬৮৪ ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়
  • আসানসোল উত্তরে এগিয়ে তৃণমূল৷
  • ঝাড়গ্রামে ১০ হাজার ৬৫৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস
  • বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, বললেন পার্থবাবু
  • খেলা হবে গানের তালে তৃণমূলের কর্মী সমর্থকদের নাচ
  • বাঁকুড়ায় এগিয়ে তৃণমূলের সায়ন্তিকা
  • হলদিয়া খানাকুলে এগিয়ে বিজেপি
  • মুর্শিদাবাদের সব আসনে পিছিয়ে কংগ্রেস
  • দুবরাজপুরে এগিয়ে তৃণমূল কংগ্রেস
  • ময়ূরেশ্বরে এগিয়ে তৃণমূল
  • এগিয়ে থাকার নিরিখে ২০৮ তৃণমূল ৮০-তে ঝুলে বিজেপি
  • নন্দীগ্রামে এখনও বাকি ১১ রাউন্ড
  • বোলপুরে ১০ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে বিজেপি
  • দমদম দক্ষিণে এগিয়ে ব্রাত্য বসু
  • পানিহাটিতে সাত হাজার ভোটে এগিয়ে নির্মল ঘোষ
  • গণনাকেন্দ্র ছাড়লেন অশোক ভট্টাচার্য
  • ২০৪ কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস
  • এগিয়ে থাকার নিরিখে ২০০ ছুঁয়ে ফেলল তৃণমূল কংগ্রেস
  • আসানসোল দক্ষিণে এগিয়ে সায়নী ঘোষ
  • অশোক দেব ১৯ হাজার ৫৬১ ভোটে এগিয়ে
  • টালিগঞ্জে  অরূপ বিশ্বাস ২০ হাজার ১০৪ ভোটে এগিয়ে
  • পিছিয়ে ঐশী ঘোষ, এগিয়ে তৃণমূল
  • কৃষ্ণনগর উত্তরে

    ৮ হাজার ২৩৫ ভোটে এগিয়ে মুকুল রায়

  • দমদম উত্তে এগিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য
  • রামপুরহাটে এগিয়ে আশিস বন্দ্য়োপাধ্যায়
  • বোলপুর, নানুর, লাভপুরে এগিয়ে তৃণমূল
  • কসবায় জাভেদ আহমেদ খান চতুর্থ রাউন্ডের শেষে ৪৭ হাজার ৮৩৯ ভোটে এগিয়ে আছেন
  • তৃতীয় রাউন্ডের শেষে রাসবিহারীতে এগিয়ে তৃণমূলের দেবাশীস কুমার
  • ২৪ হাজার ৫৬০ ভোটে এগিয়ে ববি হাকিম
  • বিধান নগরে সুজিত বসু ৩ হাজার ১০২ ভোটে এগিয়ে
  • শিলিগুড়িতে ১১ হাজার বোটে এগিয়ে বিজেপির শঙ্কর
  • ১৫ হাজার ৮৪২ ভোটে এগিয়ে বালিগঞ্জের সুব্রত মুখোপাধ্যায়
  • সুজাপুরে  ২৯ হাজার এগিয়ে তৃৃণমূলের প্রার্থী
  • ডেবরাতে এগিয়ে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর
  • বরানগরে  ৭৮২ ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী
  • বেহালা পশ্চিমে ১০ হাজার ২২৪ ভোটে এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়
  • বালিতে পিছিয়ে বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া
  • চার হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ক্যানিং পূর্বের  তৃণমূল প্রার্থী শওকত মোল্লা
  • তারকেশ্বরে পিছিয়ে স্বপন দাশগুপ্ত
  • টালিগঞ্জে ১৪ হাজার ২২৩ ভোটে এগিয়ে অরূপ বিশ্বাস
  • বেহালা পূর্বে এগিয়ে রত্না চট্টোপাধ্যায়, পিছিয়ে পায়েল সরকার
  • হাওড়ার শ্যামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি
  • রায়দিঘিতে পিছিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থী  কান্তি গঙ্গোপাধ্যায়
  • শিলিগুড়িতে পিছিয়ে অশোক ভট্টাচার্য
  • খড়দায় এগিয়ে প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহা
  • ১৯৪টি কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৯৩টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, ৫ কেন্দ্রে এগিয়ে সংযুক্ত মোর্চা
  • দিনহাটায় এগিয়ে বিজেপির নিশীথ চক্রবর্তী
  • ক্যানিং পূর্বে পিছিয়ে তৃণমূলের শওকত মোল্লা
  • বারাসতে দ্বিতীয় রাউন্ডের শেষে  পিছিয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী
  • আসানসোল দক্ষিণে এগিয়ে অগ্নিমিত্রা পাল
  • বীজপুরে পিছিয়ে তৃণমূল প্রার্থী শুভ্রাংশু রায়
  • মেখলিগঞ্জ থেকে এগিয়ে পরেশ অধিকারী
  • মেটিয়াবুরুজে তৃণমূলের আবদুল খালেক মোল্লা ২০ হাজারের ও বেশি ভোটে এগিয়ে
  • মন্তেশ্বরে এগিয়ে  তৃণমূলের সিদ্দিকুল্লা চৌধুরি
  • বিধাননগরে এগিয়ে সুজিত বসু
  • কসবায় ২৭ হাজার ৩৮৭ ভোটে এগিয়ে জাভেদ খান
  • কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে অতীন ঘোষ
  • চন্দননগরে এগিয়ে ইন্দ্রনীল সেন
  • বারাসতে এগিয়ে চিরঞ্জিৎ চক্রবর্তী
  • আমডাঙায় বিজেপির প্রার্থী জয়দেব মান্না এগিয়ে
  • মধ্যমগ্রামে এগিয়ে তৃণমূলের রথীন ঘোষ
  • বেহালা পশ্চিমে এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়
  • শ্যামপুকুরে এগিয়ে তৃণমূলের শশী পাঁজা
  • নৈহাটিতে ৩ হাজার ৬৯২ ভোটে এগিয়ে পার্থ ভৌমিক
  • চণ্ডীপুরে এগিয়ে সোহম চক্রবর্তী
  • যাদবপুরে এগিয়ে তৃণমূলের দেবব্রত মজুমদার
  • তারকেশ্বরে এগিয়ে বিজেপি স্বপন দাশগুপ্ত
  • তৃণমূল কংগ্রেস ১৮৯ কেন্দ্রে এগিয়ে, বিজেপি ৯৮ কেন্দ্রে এবং সংযুক্ত মোর্চা ৫টি কেন্দ্রে
  • জোড়াসাঁকো  কেন্দ্রে এগিে মীনাদেবী পুরোহিত
  •  চুঁচুড়াতে পিছিয়ে লকেট চট্টোপাধ্যায়
  • কামারহাটি কেন্দ্রে এগিয়ে মদন মিত্র
  • হাবড়া কেন্দ্রে ৩ হাজার ৪০০ ভোটে এগিয়ে জ্য়োতিপ্রিয় মল্লিক
  • পূর্ব বর্ধমানে ১০টি কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস
  • আসানসোল উত্তরে পিছিয়ে মলয় ঘটক
  • জামুড়িয়ায় এগিয়ে তৃণমূল
  • কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল রায়
  • বারুইপুরে এগিয়ে তৃণমূলের প্রার্থী বিমান  বন্দ্যোপাধ্যায়
  • ১২ হাজার ৮৪৫ ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম
  • তৃতীয় রাউন্ডের শেষে ৮ হাজার ২০৬ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী
  • তুফানগঞ্জে  এগিয়ে বিজেপি
  • তৃণমূল ১৬৯, বিজেপি ১১৫ আসনে এগিয়ে

    সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে

  • রাজারহাট-গোপালপুরে এগিয়ে অদিতি মুন্সি
  • রাসবিহারীতে এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত সাহা

    পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার

  • শালবনীতে পিছিয়ে সুশান্ত ঘোষ
  • কলকাতা বন্দরে দ্বিতয় রাউন্ডে এগিয়ে ফিরহাদ হাকিম
  • চৌরঙ্গিতে এগিয়ে তৃণমূলের নয়না বন্দ্যোপাধ্যায়
  • তৃণমূল ১৫২, বিজেপি ১১২ আসনে এগিয়ে

    সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে

  • উত্তরপাড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক
  • পোস্টাল ব্যালট গোনার শেষে  বারাকপুরে এগিয়ে রাজ চক্রবর্তী
  • দমদমের প্রার্থী ব্রাত্য বসু প্রথম রাউন্ডের শেষে এগিয়ে আছেন৷
  • কাকদ্বীপে এগিয়ে মন্টুরাম পাখিরা
  • সিঙ্গুরে এগিয়ে তৃণমূলের বেচারাম মান্না
  • চণ্ডীতলায় পিছিয়ে মহম্মদ সেলিম ও যশ দাশগুপ্ত
  • নন্দীগ্রামে ৩ হাজার ৪৬০ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী
  • শীতলকুচিতে এগিয়ে তৃণমূলের পার্থপ্রতিম
  • প্রাথমিক গণনায় তৃণমূল ১৩৩, বিজেপি ১০৮ ও সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
  • যাদবপুরে পিছিয়ে সুজন, এগিয়ে দেবব্রত
  • বীরভূমে সাতটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি
  • শিলিগুড়িতে পিছিয়ে সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক ভট্টাচার্য
  • টালিগঞ্জে এগিয়ে অরূপ বিশ্বাস, পিছিয়ে বাবুল সুপ্রিয়। ৯ হাজার ৮৯৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস
  • প্রাথমিক গণনায়  তৃণমূল ১১৫, বিজেপি ১০৬ আসনে এগিয়ে।

    সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে।

  • বোলপুরে এগিয়ে তৃণমূলের চন্দ্রনাথ সিনহা
  • ভবানীপুরে রুদ্রনীলের থেকে ২২০০ ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়
  • প্রথম রাউন্ডের শেষে মেদিনীপুর সদরে এগিয়ে তৃণমূলের জুন মালিয়া
  • প্রথম রাউন্ড শেষে নন্দীগ্রামে ১৪০০ ভোটে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
  • সোনারপুর উত্তর ও  সোনারপুর দক্ষিণে এগিয়ে তৃণমূল
  • লাভপুরে এগিয়ে বিজেপি
  • রাজারহাট-নিউটাউনে এগিয়ে তৃণমূল
  • কাটোয়াতে এগিয়ে বিজেপি,বোলপুরে এগিয়ে তৃণমূল
  • প্রাথমিক গণনায়  তারকেশ্বরে পিছিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত
  • পোস্টাল ব্যালটের গণনায় চাকুলিয়ায় এগিয়ে সংযুক্ত মোর্চা
  • পোস্টাল ব্যালটের গণনায় মানিকতলায় এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্যালটের গণনায় সবংয়ে এগিয়ে মানস ভুইঞাঁ
  • পোস্টাল ব্যালটের গণনায় চাপড়া ও স্বরূপনগরে এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্যালটের গণনায় গোয়ালপোখরে এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্যালটের গণনায় ডোমজুড়ে পিছিয়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়
  • পোস্টাল ব্যালটের গণনায় কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম
  • পোস্টাল ব্যালটের  গণনায় মিনাখাঁয় তৃণমূল এগিয়ে
  • পোস্টাল ব্য়ালটের গণনায় ভাটপাড়ায় বিজেপি এগিয়ে
  • পোস্টাল ব্যালটের গণনায়  আসানসোল উত্তরে এগিয়ে মলয় ঘটক
  • পোস্টাল ব্যালটের গণনায় রাইপুর ও বড়জোড়ায় এগিয়ে বিজেপি
  • পোস্টাল ব্য়ালটের গণনায় আসানসোল উত্তর ও সবংয়ে এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্য়ালটের গণনায় তালড্য়াংরা, মানবজারে এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্য়ালটের গণনায় বাদুড়িয়া ও হাড়োয়ায় এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্য়ালটের গণনায় বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণে এগিয়ে বিজেপি
  • পোস্টাল ব্য়ালটের গণনায় বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্য়ায়
  • পোস্টাল ব্য়ালটের গণনায় তৃণমূল ৪৪,  বিজেপি ৪০, সংযুক্ত মোর্চা ২ আসনে এগিয়ে
  • পোস্টাল ব্য়ালটের গণনায়  খড়্গপুর সদর, রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্য়ালটের গণনায় রানিগঞ্জ, কেশিয়ারিতে এগিয়ে বিজেপি
  • পোস্টাল ব্য়ালটের গণনায় তৃণমূল ৩৩ ও বিজেপি২৭ ও সংযুক্ত মোর্চা১ আসনে এগিয়ে
  • পোস্টাল ব্য়ালটের গণনায় দাঁতন, চন্দ্রকোনায় এগিয়ে বিজেপি
  • পোস্টাল ব্যালটের গণনায় নলহাটিতে এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্য়ালটের গণনায় হাসনে এগিয়ে সংযুক্ত মোর্চা
  • মুরারইতে এগিয়ে বিজেপি, মঙ্গলকোটে এগিয়ে তৃণমূল
  • পোস্টাল ব্য়ালটের গণনায় সিউড়িতে এগিয়ে বিজেপি
  • পোস্টাল ব্য়ালটের গণনায় মেমারিতে এগিয়ে বিজেপি
  • পানিহাটিতে অসুস্থ কংগ্রেসের পোলিং এজেন্ট, ভর্তি হাসপাতালে
  • বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হল

  • ভোট গণনার আগে দুবরাজপুরে অশান্তি। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
  • ভাঙড়ের একাধিক এলাকা থেকে তাজা বোমা ও বোমা বানানোর সামগ্রী উদ্বার করল কাশীপুর থানার পুলিশ।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now