West Bengal Assembly Election Results 2021 Live Updates: নন্দীগ্রামে শেষ হাসি কার? এখনও জারি চাপানউতোর

আজ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের ২৯২টি আসনের ভোট গণনা শুরু হবে আজ সকাল থেকে। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভার ২৯২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। রাজ্যের ২৩টি জেলায় ১০৮টি গণনাকেন্দ্রে ভোট গণনা হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৪ রাজ্য অর্থাৎ অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোট গণনা হবে রবিবার৷

ফাইল ছবি

কলকাতা, ২ মে: আজ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের ২৯২টি আসনের ভোট গণনা শুরু হল সকাল ৮টা থেকে। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভার ২৯২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। রাজ্যের ২৩টি জেলায় ১০৮টি গণনাকেন্দ্রে ভোট গণনা হবে।প্রথমে পোস্টাল ব্যালট, সাধারণ ব্যালটে গণনা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা। দুই প্রার্থীর মৃত্যুর জেরে ভোট হয়নি  সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। মুর্শিদাবাদের এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ ১৬ মে। ফল ঘোষণা ১৯ মে।

গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে রাজ্য পুলিশ, ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোভিডের কারণে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করা যাবে না বিজয় মিছিলও। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও ৪ রাজ্য অর্থাৎ অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির ভোট গণনা হবে রবিবার৷

লাইভ আপডেট: