West Bengal Assembly Election Results 2021: জয়ের পথে তৃণমূল, লাইভে এসে কেঁদে ফেললেন দেবাংশু

ছবি ফেসবুক

কলকাতা, ২ মে: রবিবার ভোট গণনা শুরুর পর তণমূল কংগ্রেস (TMC) এবং বিজেপি (BJP) সমানে সমানে টক্কর শুরু করলেও, বেলা বাড়তেই চোখে পড়ে অন্য রকম ছবি। ভোট গণনা সময় যত বাড়ে, বিজেপির সঙ্গে তৃণমূলের ব্যবধান তত বাড়তে শুরু করে। দুপুর ২টো নাগাদ তৃণমূল যখন ২০০রও বেশি আসনে এগিয়ে যায়, সেই সময় লাইভে এসে কেঁদে ফেলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ দেবাংশু বলেন, তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে হাজিল হয়ে বলেন, ২০১৬ সালের চেয়ে একটি হলেওবেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। বার বার তিনি দাবি করেছিলন। ওই সময় তাঁর কথা শুনে অনেকেই হাসাহাসি করেছিলেন কিন্তু বাংলার মানুষ নিঃশব্দ বিপ্লবে সায় দিয়েছেন। চুপচাপ থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সমর্থনে নিজেদের মত প্রকাশ করেছেন।

আরও পড়ুন:  West Bengal Assembly Election Results 2021: 'বামেরা ধুয়ে সাফ বাংলা থেকে', বললেন ফিরহাদ

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেভাবে স্বাস্থ্যসাথী, সবুজসাথীর কার্ড করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্যই এই বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস এবার জয়লাভ করছে বলে দাবি করেন দেবাংশু ভট্টাচার্য।



@endif