PM Narendra Modi From Jaynagar Rally: 'দ্বিতীয় দফার নির্বাচনে বাংলা জুড়ে বিজেপির ঢেউ': জয়নগরের সভায় নরেন্দ্র মোদি

একদিকে জয়নগরে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে চলছে রাজ্যের ৪টি জেলার ৩০ টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন। তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় ২০০ আসনে জিতবে বিজেপি। আজ দ্বিতীয় দফার নির্বাচন চলছে। বিজেপির ঢেউ উঠেছে বাংলা জুড়ে। বাংলার মেয়ে সভা মজুমদারের মৃত্যু হয়েছে। বাংলার ভাই-বোনেদের হিসেবে দিতে হবে। রক্তের খেলা চলবে না। অত্যাচারের খেলা চলবে না।

জয়নগরের সভায় নরেন্দ্র মোদি (Picture Credits: ANI)

জয়নগর, ১ এপ্রিল: একদিকে জয়নগরে (Jaynagar) সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে চলছে রাজ্যের ৪টি জেলার ৩০ টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন। তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় ২০০ আসনে জিতবে বিজেপি। আজ দ্বিতীয় দফার নির্বাচন চলছে। বিজেপির ঢেউ উঠেছে বাংলা জুড়ে। বাংলার মেয়ে সভা মজুমদারের মৃত্যু হয়েছে। বাংলার ভাই-বোনেদের হিসেবে দিতে হবে। রক্তের খেলা চলবে না। অত্যাচারের খেলা চলবে না। ভ্রষ্টাচারের খেলা চলবে না। বাংলার সবথেকে বড় ওপিনিয়ন পোল, এক্সিট পোল তৈরি। বাংলা আগেই যা করতে চলেছিল, নন্দীগ্রাম তা করে দিয়েছে। মমতা বন্দোপাধ্যায় ভয় পেয়েছেন।' পাশাপাশি বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করা নিয়েও আক্রমণ করেন। 'ও দিদি' বলে সম্বোধন করে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, 'আপনাকে নিয়ে বাংলায় চর্চা হচ্ছে। আপনি বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। পশ্চিমবঙ্গের আস্থা ভঙ্গ করেছেন।' উত্তরপ্রদেশ, বিহারের মানুষদের বিরুদ্ধে শত্রুতার ভাষা ছড়িয়ে দিচ্ছেন। ভারতের সংবিধান আপনাকে অন্য রাজ্যের মানুষকে অপমান করার অধিকার দেয় না, বলে ক্ষোভ প্রকাশ করেন মোদি।

পাশাপাশি আজও তাঁর বক্তব্যে উঠে আসে তাঁর ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে পুজো দেওয়া নিয়ে মমতা ব্যানার্জির কটাক্ষ। পাশাপাশি আম্ফান, বহিরাগতদের বাংলায় অনুপ্রবেশ নিয়ে তীব্র কটাক্ষ করেন। সুন্দরবনে কোনও বিকাশ হয়নি, বিজেপি আসলে সুন্দরবন, গঙ্গাসাগরকে ডবল ইঞ্জিন সরকার অনেক সুবিধা দেবে বলে প্রতিশ্রুতি দেন। আরও পড়ুন, এপ্রিলে প্রতিদিনই দেওয়া হবে করোনার টিকা, বাদ যাবে না ছুটির দিনেও

কাটমানি ইস্যুও তোলেন তিনি। করোনার সময় কাটমানি, প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ পেতে দেয়নি তৃণমূল সরকার। তৃণমূল সরকারে কৃষক ও বাংলার ভাই, বোনেরা পায়নি। কৃষকদের সঙ্গে কীসের শত্রুতা করছেন দিদি!