West Bengal Assembly Election 2021 : ধর্না মঞ্চে মমতার আঁকা ছবি নিয়ে কী বললেন নেটিজেনরা!
কলকাতা, ১৩ এপ্রিল : ধর্না মঞ্চে বসে ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রীর আঁকা ছবি প্রকাশ্যে আসতেই জোরদার আলোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে কী ছবি আঁকলেন মমতা, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনকী মমতার আঁকা ছবির বিষয়বস্তু কী, তা নিয়ে ধ্বন্দে পড়ে যান বলে মন্তব্য করেন অনেকে।
ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি শেয়ার করেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি। যে ছবি প্রকাশ্যে আসার পর ফের তা শেয়ার করেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র।
পিসির আঁকা ছবিটা আমি প্রথমে বুঝতে পারিনি বলে আমি দুঃখিত। ছবিটা উল্টে দেখলাম।পিসির চালু করা বিশেষ ধর্মের দেবতার ছবি মনে হচ্ছে।
আপনারাও উল্টে দেখতে পারেন।
Posted by Tarunjyoti Tewari on Tuesday, April 13, 2021
Cigarette khele lungs er ki aboshta hay dekhun dayakore sabdhane thakbenPosted by Kanchana Moitra on Tuesday, April 13, 2021
যদিও কাঞ্চনা মৈত্র জানান, ধূমপানের ফলে কী ক্ষতি হতে পারে হার্টের, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি এঁকেছেন। প্রত্যেকে ওই ছবি দেখে ধূমপান নিয়ে সতর্ক থাকুন বলে আবেদন করেন কাঞ্চনা। যদিও মজার ছলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছবি নিয়ে মন্তব্য করেন কাঞ্চনা।