Mamata Banerjee Rally at North Bengal: 'উত্তরবঙ্গে লোকসভায় তৃণমূল আসন পায়নি, কিন্তু কাজ করতে ছাড়েনি': মমতা

আজ উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ফালাকাটায় আজ মুখ্যমন্ত্রী বলেন, লোকসভায় উত্তরবঙ্গে তো অনেক আসন জিতেছিল বিজেপি। কিন্তু কিচ্ছু কাজ করেনি। তৃণমূল আসন পায়নি, তবে কোনও কাজ করতে ছাড়েনি। নিজের লেখা কবিতাও পাঠ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Picture Credits: ANI)

ফালাকাটা, ২ এপ্রিল: আজ উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফালাকাটায় সভায় গিয়ে তিনি বলেন, লোকসভায় উত্তরবঙ্গে তো অনেক আসন জিতেছিল বিজেপি। কিন্তু কিচ্ছু কাজ করেনি। তৃণমূল আসন পায়নি, তবে কোনও কাজ করতে ছাড়েনি। নিজের লেখা কবিতাও পাঠ করেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যে ফের উঠে আসে বহিরাগত তত্ত্ব। তাঁর দাবি, বিজেপি এখন টাকার থলি নিয়ে বেরিয়েছে। এখন হাজারটি হোটেল ভাড়া নিয়েছে। কত প্লেন, হেলিকপ্টার ভাড়া নিয়েছে কেউ জানে না। বিজেপি বহিরাগতদের নিয়ে ভোট করাতে আসবে। অসমে ভোট মিটলেই সেখান থেকে বহিরাগত নিয়ে আসবে। নন্দীগ্রামে কালও একই জিনিস করেছে। এজন্যই বুথে বসেছিলাম। দেখলাম সবাই বহিরাগত’। সিএএ প্রসঙ্গে বলেন, আমাদের চাপেই সিএএ করতে পারেনি বিজেপি। আমি আপনাদের ঘরের মেয়ে, বিজেপি মতো কালকেউটে নয়।

আরও পড়ুন, 'আমাকে গুলি দেখালে আমি গোলা দেখাই': মমতা

নাটাবাড়ির সভায় বলেন, কোচবিহারের (Cooch Behar) রাস্তা ঝকঝক করছে। ভাওয়াইয়া সেতু আমরা করেছি। কত রাস্তা তৈরি হয়েছে এখানে। সবুজসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী করেছি আমরা। তুফানগঞ্জের জনসভার মঞ্চে নন্দীগ্রামে তিনিই জিতবেন বলে দাবি করেন। তফসিলি পেনশন, কৃষক বন্ধু, রূপশ্রী করে দিয়েছে তৃণমূল সরকার।

আজ দিনহাটা সভায় হ্যান্ডলুম ক্লাস্টার, মেডিক্যাল কলেজ, শীতলকুচিতে আইআইটি তৈরি হয়েছে, রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বড়মার চিকিৎসার ব্যবস্থা, কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, বলে জানান মুখ্যমন্ত্রী।



@endif