West Bengal Assembly Election 2021 : 'আমি রয়্যাল বেঙ্গল টাইগার' : মমতা বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ি, ১১ এপ্রিল : শীতলকুচিতে যেতে দেওয়া হয়নি তাঁকে। তা সত্ত্বেও শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিয়ো কলেরমাধ্যমে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতা (Mamata Banerjee) বলেন, 'আমি রয়্যাল বেঙ্গল টাইগার। ওঁরা আমাকে যেতে দেয়নি কিন্তু নিহতদের পরিবারের সঙ্গে আমি ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলেছি শিলিগুড়িতে বসে।' জলপাইগুড়িতে গিয়ে রবিবার এমনই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস নেত্রী আরও বলেন, যে চার দফা ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, তার সবকটিতে হেরে গিয়েছে বিজেপি। সেই কারণে এবার বন্দুকের মাধ্যমে ভোট আদায় করতে চাইছে ওরা কিন্তু মানুষ বুলেটের জবাব এবার ব্যালটে দেবেন বলে মন্তব্য করেন মমতা।
শীতলকুচির ঘটনার পর কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী (CM)। মডেল কোড অফ কনডাক্টের (Model code of conduct) নাম বদলে 'মোদি কোড অফ কনডাক্ট' করতে বলেন তিনি।এ বিষয়ে একটি টুইটও করেন মুখ্যমন্ত্রী।
যেখানে তিনি লেখেন, "মডেল কোড অফ কনডাক্টের নাম বদলে মোদি কোড অফ কনডাক্ট করা উচিত নির্বাচন কমিশনের (EC)। বিজেপি (BJP) তার সমস্ত শক্তি ব্যবহার করতে পারে তবে এই পৃথিবীতে কোনও কিছুই আমাকে মানুষের সঙ্গে থাকতে এবং তাঁদের বেদনা ভাগাভাগি করতে বাধা দিতে পারবে না। তারা আমাকে কোচবিহারের ভাই ও বোনদের সঙ্গে ৩ দিনের জন্য দেখা করতে যেতে বাধা দিতে পারে। তবে আমি চতুর্থ দিন সেখানে থাকব!"