Rajiv Sinha to Centre: করোনা হটস্পট ৬ টি রাজ্য থেকে দু'সপ্তাহ বিমান পরিষেবা বাতিল রাখা ও মেট্রো চালানোর আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজীব সিনহার
রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যে ৬ টি হটস্পট কেন্দ্র থেকে ৬ জুলাই থেকে আগামী দু'সপ্তাহ বিমান চালানো বন্ধ রাখার জন্য কেন্দ্রকে আবেদন করেন মুখ্য সচিব রাজীব সিনহা। রাজীব সিনহা এই চিঠিতে যে ৬ টি রাজ্যের কথা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে- দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই, ইন্দোর, আহমেদাবাদ, সুরাট।
কলকাতা, ৩০ জুন: রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যে ৬ টি হটস্পট কেন্দ্র (Hotspot) থেকে ৬ জুলাই থেকে আগামী দু'সপ্তাহ বিমান (Flight) চালানো বন্ধ রাখার জন্য কেন্দ্রকে আবেদন করেন মুখ্য সচিব রাজীব সিনহা (Rajiv Sinha)। রাজীব সিনহা এই চিঠিতে যে ৬ টি রাজ্যের কথা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে- দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই, ইন্দোর, আহমেদাবাদ, সুরাট।
এছাড়াও, আরেকটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রকে উল্লেখ করে হাতে গোনা কয়েকটি মেট্রো (Metro) যাতে চালানো যায় তার আর্জি করেছে। শুধুমাত্র বিশেষ পরিষেবার জন্য মেট্রো যাতে চালানো যায় তার জন্য মরিয়া হয়ে পড়েছে রাজ্য। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি দিয়ে রাজীব সিনহা লেখেন,"প্রতিদিন অফিস যাত্রীদের ভিড়ে লাগাম লাগানোর জন্য ও মেট্রো পরিষেবা চালু করা অত্যন্ত প্রয়োজনীয়। তা না হলে বাসগুলিতে অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছে।" আরও পড়ুন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৫২, সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৮,৫৫৯
প্রতিদিন অফিসযাত্রীদের এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকার। সামাজিক দূরত্ব বিধি মেনে মেট্রো চালানো সম্ভব নয় বলে জানিয়ে দেন তারা। তবে জুলাই থেকে মেট্রো চালানো হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলবোর্ড। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) আগে
জানিয়েছিলেন, দূরত্ব বিধি মেনে মেট্রো চালানো সম্ভব হলে, তবেই জুলাই থেকেই শুরু করা যেতে পারে পরিষেবা। এরপর মেট্রো কর্তৃপক্ষ রাজি না হওয়ায় তা আর হয়ে ওঠেনি।
স্কুল পড়ুয়া, ১০০ দিনের কাজের কর্মী, করোনা-চিকিৎসায় ফ্রন্টলাইনে লড়ছেন যে স্বাস্থ্যকর্মীরা, পুলিশ, দমকলকর্মী, পুরসভা কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের বিনামূল্যে মাস্ক বিতরণ করতে চলেছে রাজ্য সরকার। আনলক ওয়ান প্রযোজ্য হওয়ার পর রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা অত্যন্ত আশঙ্কাজনক। এহেন পরিস্থিতিতে ৩ কোটি মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।