Weather Update: আজ মরশুমের শীতলতম দিন, ঠান্ডায় কাঁপছে বাংলা
জাঁকিয়ে শীত (Winter) পড়ল রাজ্যে। আজ মরশুমের শীতলতম দিন (Coldest day of the season )। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। একাধিক জেলায় তাপমাত্রার পাদ নেমেছে আরও।
কলকাতা, ২০ ডিসেম্বর: জাঁকিয়ে শীত (Winter) পড়ল রাজ্যে। আজ মরশুমের শীতলতম দিন (Coldest day of the season )। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। একাধিক জেলায় তাপমাত্রার পাদ নেমেছে আরও।
আলিপুর আবহাওয়া দফতর (IMD) গতকাল জানিয়েছিল, আগামী ২ দিন জাঁকিয়ে ঠান্ডা থাকবে। কোনও কোনও জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচেও নামতে পারে। কোথাও কোথাও পারদ নামতে পারে ৭ ডিগ্রিতেও। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আরও পড়ুন: Amit Shah's two-day Bengal visit: রাজ্য সফরের দ্বিতীয় দিনে বোলপুরে অমিত শাহ, করবেন রোড শো
উত্তর ভারতজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। তার জেরেই উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যেও নামতে শুরু করেছে পারদ। মঙ্গলবার পর্যন্ত শীতের এই দফা জারি থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ৪৮ ঘন্টায় রৌদ্রজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া থাকবে। জাঁকিয়ে শীত থাকবে কলকাতা ও সংলগ্ন এলাকায়।