Weather Update: অতি বৃষ্টির সতর্কতা রাজ্যে, পুজোর আগে ভিজছে বাংলা
পশ্চিমবঙ্গের পাশাপাশি হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র 9, গুজরাট, গোয়া, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, বিহারেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতেও বৃষ্টি হবে।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর: রাজ্যে (West Bengal) একটানা বৃষ্টির (Rain) সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) আবর্তিত নিম্নচাপের জেরেই পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে পুজোর (Durga Puja) আগে ভারী বৃষ্টিতেই ভিজবে বাংলা, এমন আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি হিমাচল প্রদেশ (Himachal Pradesh), মহারাষ্ট্র 9, গুজরাট, গোয়া, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, বিহারেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতেও বৃষ্টি হবে। তবে তা হালকা। বেশি বৃষ্টির মুখোমুখি দিল্লিকে হতে হবে না বলে খবর।
অন্যদিকে মুম্বই, পুণে-সহ মহরাষ্ট্রের একাধিক জায়গায় গত কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। মুম্বইতে যেমন বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়, তেমনি প্রধানমন্ত্রী মোদীর পুণে সফরও বাতিল করা হয় বৃষ্টির জেরে। সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষেও বৃষ্টিতে ভিজছে দেশের বিভিন্ন প্রান্ত।