Winter In West Bengal: বৃহস্পতিকে শীতে বেঁধে শনিতেই ঊর্দ্ধমুখী পারদ, সপ্তাহান্তে ফিরছে বৃষ্টি

হাওয়া অফিসের পূর্বাভাস যতই বলুক না কেন, শীত এবার দীর্ঘ হচ্ছে, আবহাওয়ার খামখেয়ালিপনা কিন্তু সেকথা বলছে না। নভেম্বরের শুরু থেকেই বঙ্গবাসীর সঙ্গে লুকোচুরি খেলছে শীত। দু'বার মেঘলা আকাশ আর নিম্নচাপের ঘনঘটায় পড়তে পড়তেও ঠাণ্ডা উধাও হয়েছে।

Winter (File Photo)

কলকাতা, ১৮ নভেম্বর: হাওয়া অফিসের পূর্বাভাস যতই বলুক না কেন, শীত এবার দীর্ঘ হচ্ছে, আবহাওয়ার খামখেয়ালিপনা কিন্তু সেকথা বলছে না। নভেম্বরের শুরু থেকেই বঙ্গবাসীর সঙ্গে লুকোচুরি খেলছে শীত। দু'বার মেঘলা আকাশ আর নিম্নচাপের ঘনঘটায় পড়তে পড়তেও ঠাণ্ডা উধাও হয়েছে।  এই সপ্তাহেও তা থেকে রেহাই মিলছে না।  সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তালিকায় দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি রয়েছে শহর কলকাতাও। হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলিতে। আরও পড়ুন- Drones Banned in Noida: নরেন্দ্র মোদি আসছেন, নয়ডায় নিষিদ্ধ ব্যক্তিগত ড্রোনের ওড়াউড়ি

তবে আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। তাই শীতের শিরশিরানি বেশ অনুভূত হবে। কিন্তু সেই মিষ্টি আমেজের স্থায়িত্বের কোনও সম্ভাবনা নেই। কারণ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যেটি ধীরে ধীরে তামিলনাড়ুর দিকে এগিয়ে চলেছে। এ প্রভাবেই বঙ্গের বায়ুমন্ডলে ঢুকছে জলীয় বাষ্প। যার জেরেই হঠাৎ পাওয়া শীতের মুহূর্ত বিলীন হতে চলেছে দিন দুয়েকের মধ্যেই। শনিবার রাত থেকে পারদ ফের চড়বে। রবিবার রাতে না হলেও সোমবার বৃষ্টির সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গে। তবে উত্তরে আপাতত শুষ্ক আবহাওয়াই বহাল থাকবে।