West Bengal Weather Update: রাতভর ঝোড়ো হাওয়ার সঙ্গী বৃষ্টি, সকাল থেকেই মেঘলা মুখে বঙ্গের আকাশ
সোমবার সন্ধে থেকেই ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়৷ রাত বাড়তেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Weather Forecast)৷ তীব্র দাবদাহে হা ক্লান্ত বঙ্গবাসী রাতভর কালবৈশাখী, বিদ্যুতের চমক ও বৃষ্টিতে হাঁফ ছেড়ে বেঁচেছে৷
কলকাতা, ৪ মে: সোমবার সন্ধে থেকেই ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়৷ রাত বাড়তেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Weather Forecast)৷ তীব্র দাবদাহে হা ক্লান্ত বঙ্গবাসী রাতভর কালবৈশাখী, বিদ্যুতের চমক ও বৃষ্টিতে হাঁফ ছেড়ে বেঁচেছে৷ মূলত উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত৷ মঙ্গলবার সকালেও কয়েক পশলা বৃষ্টি হয়েছে৷ বেলা বাড়লেও রোদ্দুরের দেখা নেই৷ মুখ ভার করে আছে আকাশ৷ তবে মৃদুমন্দ হাওয়া বইছে৷ আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে মঙ্গল ও বুধবার দুই বঙ্গের বিভিন্ন জেলায় হবে বৃষ্টি, কোথাও কম কোথাও বেশি৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনাকালে বিপর্যস্ত দেশ, নতুন রোগীর সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ২২৯
এদিকে উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দুই বঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সঙ্গে বইতে পার ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া৷ ঘূর্ণাবর্তের জেরে শুধু আজ মঙ্গলবার নয় আগামী কাল বুধ ও বৃহস্পতিবারেও রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল৷