West Bengal Weather Update: গুলাবের চোখ রাঙানির মাঝে ঘূর্ণাবর্ত, ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে

ঘূর্ণিঝড় গুলাব বাংলায় তেমনভাবে থাবা বাড়াতে না পারলেও বৃষ্টি (West Bengal Monsoon) থেকে এ যাত্রায় রাজ্যের রেহাই মিলছে না৷ কারণ গুলাবের পিছু পিছু দক্ষিণবঙ্গে এসে পড়েছে এক ঘূর্ণাবর্ত৷ সোমবার রাত থেকে সে শক্তি বাড়িতে ঘোর নিম্নচাপে পরিণত হয়েছে৷

Rain, Representational Image (Photo Credits: Flickr, Satish Krishnamurthy)

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: ঘূর্ণিঝড় গুলাব বাংলায় তেমনভাবে থাবা বাড়াতে না পারলেও বৃষ্টি (West Bengal Monsoon) থেকে এ যাত্রায় রাজ্যের রেহাই মিলছে না৷ কারণ গুলাবের পিছু পিছু দক্ষিণবঙ্গে এসে পড়েছে এক ঘূর্ণাবর্ত৷ সোমবার রাত থেকে সে শক্তি বাড়িতে ঘোর নিম্নচাপে পরিণত হয়েছে৷ মঙ্গলবার সকাল থেকেই তাই আকাশে ঘনমেঘের খেলা৷ বেলা বাড়তেই ফের বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা৷ তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ অন্যদিকে পূর্বমেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে হাওয়া৷ আরও পড়ুন-Sushmita Dev: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন তৃণমূলের সুস্মিতা দেব

বুধবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে৷ গত সপ্তাহেও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে ভিজেছে সমগ্র দক্ষিণবঙ্গ৷ মঙ্গলবার এবং বুধবারেও চলবে বৃষ্টি৷ টানাবৃষ্টির জেরে নদীর জলস্তর এমনিতেই বেড়েছে৷ ফের ভারী বর্ষণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হতে পারে৷ বাদ যাবে না কলকাতাও৷ এমনিতেই গত সপ্তাহের বৃষ্টিতে এত জল জমেছে যে কলকাতার রাস্তায় জাল ফেলে মাছ ধরা হয়েছে৷ শহরতলির বিভিন্ন এলাকা থেকে এখনও জল নামেনি৷ বহুতলের একতলা জলমগ্ন৷ এই পরিস্থিতিতে বৃষ্টি হলে দুর্ভোগ যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই৷

মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে৷ যেকোনও রকম বিপর্যয় এড়াতে তৈরি প্রশাসন৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷



@endif