West Bengal Weather Update: বসন্তের আগমনে এবার পাকাপাকি শীত বিদায়ের পালা, আসছে গরম
চলতি সপ্তাহে ধীরে ধীরে বিদায় নেবে শীত ( Winter)। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ায় গরম যেন তাড়াতাড়ি এসে পড়ল। সকালে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ঝকঝকে হয়ে যাবে।
কলকাতা, ২২ ফেব্রুয়ারি: চলতি সপ্তাহে ধীরে ধীরে বিদায় নেবে শীত ( Winter)। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ায় গরম যেন তাড়াতাড়ি এসে পড়ল। সকালে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ঝকঝকে হয়ে যাবে। সঙ্গে বসন্তের রোদ্দুর। এই মুহূর্ত বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহেই শহরের সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে। আরও পড়ুন-Coronavirus Cases In India: দেশে নতুন করোনা রোগী ১৩,৪০৫ জন, মৃত ২৩৫
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এ বছর গরমের পরিমাণ অনেকটাই বেশি। মারাত্মক গরম পড়বে। দিনে বাড়ির বাইরে বেরনো কষ্টকর হলেও রাতে তাপমাত্রা নেমে যাওয়ায় ঠান্ডা হয়ে যাবে। এই শুষ্ক আবহাওয়াকে বলে মহাদেশীয় গরম। রাজস্থানে মূলত এই ধরনের গরম পড়ে। এবার রাজ্যেও পড়বে এমন গরম। তবে মে মাস থেকে বাতাসে জলীয় বাষ্প ঢোকায় ঘাম শুরু হবে। এবার বর্ষাও হবে বেশি। সাইক্লোনের মাত্রাও বেশি।