West Bengal Weather Update: তাপমাত্রার ঊর্ধ্বগতি, দোলের পরেই রেকর্ড গরম পড়তে চলেছে রাজ্যে

চলতি বছরে রেকর্ড গরম পড়তে চলেছে জানিয়ে দিল আবহাওয়া (Weaher Update) দপ্তর। ১৭ মার্চের মধ্যেই পড়বে দারুণ গরম। দিনের তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

Spring ( Photo Credits:Pixabay)

কলকাতা, ১১ মার্চ:  চলতি বছরে রেকর্ড গরম পড়তে চলেছে জানিয়ে দিল আবহাওয়া (Weaher Update) দপ্তর। ১৭ মার্চের মধ্যেই পড়বে দারুণ গরম। দিনের তাপমাত্রা ছুঁতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দিনের তাপমাত্রা ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি ছুঁই ছুঁই। শনিবার সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের না হলেও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি বাড়তে পারে। তবে শনিবারের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ১৩ মার্চ রবিবার তাপমাত্রা ছুঁতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।  আগামী সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। আরও পড়ুন-Bhagwant Mann Visits Delhi Today: অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক, দিল্লি আসছেন ভগওয়ান্ত মান

আগামী ১০-১২ দিন তাপমাত্রায় বিসেষ হেরফের না হলেও তারপর বাড়বে গরম। এই  প্রসঙ্গে ভূতত্ত্ববিদ সুজীব কর (Sujib Kar) বলেন, "আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা দ্রুতগতিতে বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।"