Winter In West Bengal: জাঁকিয়ে পড়বে না শীত, আজ থেকে উর্দ্ধমুখী তাপমাত্রা,
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সরতেই ফের একবার তরতরিয়ে নামছিল তাপমাত্রার পারদ। কিন্তু, শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ।ফের রাজ্যে জাঁকিয়ে শীত (Winter) পড়ার কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিল আলিপুরের হাওয়া অফিস।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সরতেই ফের একবার তরতরিয়ে নামছিল তাপমাত্রার পারদ। কিন্তু, শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ।ফের রাজ্যে জাঁকিয়ে শীত (Winter) পড়ার কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিল আলিপুরের হাওয়া অফিস। চলতি মরশুমে পশ্চিমী ঝঞ্ঝা ও শীত একেবারে চোর পুলিশ খেলেছে। শীত কাঁপুনি দিয়ে এলেই পিছু পিছু হানা দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ মাঘের শীতে বৃষ্টি থেকে বাঁচতে রাজ্যবাসীকে ছাতা খুঁজতে হয়েছে। তবে তার ফাঁকে ফাঁকেই চুটিয়ে শীত উপভোগেরও অবকাশ মিলেছে। এবারের মতো শীতের বিদায়বেলা চলে এল। এখন আর নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আরও পড়ুন- Coronavirus Cases In India: দেশে নিম্নমুখী সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে তাপমাত্রা বাড়বে। ২০ তারিখের পরে শীতকে আর সেভাবে অনুভব করা যাবে না।