Winter In West Bengal: আজ থেকেই চড়বে পারদ, বঙ্গে এবার শীতের পড়ন্ত বেলা
মঙ্গলবারেও শীতের (Winter) আমেজ উপভোগ করেছে রাজ্যবাসী। তবে আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে কমবে শীত। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।যদিও পশ্চিমী ঝঞ্ঝার একটা আভাস পাওয়া গেছে।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: মঙ্গলবারেও শীতের (Winter) আমেজ উপভোগ করেছে রাজ্যবাসী। তবে আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে কমবে শীত। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।যদিও পশ্চিমী ঝঞ্ঝার একটা আভাস পাওয়া গেছে। আরও পড়ুন-Fans Mourn The Death Of Bappi Lahiri: বাপ্পি লাহিড়ির প্রয়াণে অনুরাগী মহলে শোকের ছায়া, কে কী বললেন?
তাই দ্রুত বদলাবে শীতের আমেজ। শহর কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি কম। তাপমাত্রা বাড়লেও সকালের দিকে রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা ফিরবে। তবে আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে।
এবার শীতের মাঝে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তার আনাগোনায় পৌষ মাঘে গরম পোশাক ছেড়ে বঙ্গবাসীকে ছাতা বর্ষাত খুঁজতে হয়েছে। তবে ক্ষণিকের উপস্থিতেও জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে।