Winter In West Bengal: চড়ছে পারদ, শীত বিদায়ের পালা এল বঙ্গে
শীত (Winter) বিদায়ের পালা এবার সত্যি সত্যি চলে এল। সরস্বতী পুজোর দিনের হাড় কাঁপানো ঠান্ডা একেবারে উধাও। এবার ধাপে ধাপে চড়বে পারদ। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, শীত আর নতুন করে পড়বে না।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি : শীত (Winter) বিদায়ের পালা এবার সত্যি সত্যি চলে এল। সরস্বতী পুজোর দিনের হাড় কাঁপানো ঠান্ডা একেবারে উধাও। এবার ধাপে ধাপে চড়বে পারদ। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, শীত আর নতুন করে পড়বে না। তাই বলে যে হঠাৎ করে গরম পড়ে যাবে, তাও নয়। হাল্কা ঠান্ডা থাকবে। ক্রমশ বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। আগামী সপ্তাহের শেষের দিক থেকে আর গরম পোশাকের প্রয়োজন পড়বে না। এদিন যেমন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। ৯ তারিখের পর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রিতে পৌঁছবে।
উল্লেখ্য, এবার পশ্চিমী ঝঞ্ঝর প্রভাবে বার বার বিধ্নিত হয়েছে শীতের গতিবিধি। সেই নভেম্বরের হাল্কা শীতেও পশ্চিমী ঝঞ্ঝা অন্তরায় ছিল। ডিসেম্বরের কনকনে শীত উধাও হয বড়দিনের আগেই। সেখানেও নেপথ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝা। এর জেরে শুধু শীতের লুকোচুরি নয়, পৌষ মাঘে বৃষ্টিতেও ভিজতে হল বাঙালিকে। উত্তরের পাহাড়ি এলাকা ঢাকল বরফের চাদরে। শেষবেলাতেও নিজের আধিপত্য জারি রাখল পশ্চিমী ঝঞ্ঝা।