Winter In West Bengal: ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, মেঘে ঢেকেছে মাঘের আকাশ

এবারের শীতে (Winter) যেন বৃষ্টির মেঘ কাটতেই চাইছে না। সংক্রান্তি কাটতে মাঘের শীত জানান দিচ্ছিল। কিন্তু ভিলেন সেই আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে আজ শুক্রবার থেকেই রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা।

Kolkata Rain।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ২১ জানুয়ারি: এবারের শীতে (Winter) যেন বৃষ্টির মেঘ কাটতেই চাইছে না। সংক্রান্তি কাটতে মাঘের শীত জানান দিচ্ছিল। কিন্তু ভিলেন সেই আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে আজ শুক্রবার থেকেই রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা।একটু হলেও বেড়েছে রাতের তাপমাত্রা। আজ থেকে রাজ্যের কোথাও কোথাও শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি। আগামী কাল থেকে দুই বঙ্গে অকাল বর্ষণ। এমনকী, উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিকে বৃষ্টি পড়লেই ধীরে ধীরে উধাও হবে মাঘের শীত। রাতের দিকে চড়বে পারদ। ফের শীত বঙ্গে ফিরবে কিনা সেনিয়ে আবহাওয়া দপ্তর এখনও কোনও তথ্য দেয়নি।

আর পারদ যে চড়েছে তার প্রমাণ আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা  বলছে। আজকের সর্বনিম্ন তাপমাত্র ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রির আশেপাশে। আগামী কাল পর্যন্ত যে বৃষ্টিহীন রোদ্দুরের ঝলক দেখেছে বঙ্গবাসী, আজ থেকে তা উধাও হবে।



@endif