Winter In West Bengal: পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় আজ থেকেই বৃষ্টি, চড়ছে পারদ

শীত বিদায়েও সেই পশ্চিমী ঝঞ্ঝার দাপট। হু হু করে চড়ছে পারদ। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।

বৃষ্টি (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ৩ ফেব্রুয়ারি: শীত বিদায়েও সেই পশ্চিমী ঝঞ্ঝার দাপট। হু হু করে চড়ছে পারদ। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে ঘন কুয়াশার কারণে বিমান চলাচলের পাশাপাশি ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলেও আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহর কলকাতায় বৃষ্টি না হলেও আকাশ থাকবে মেঘে ঢাকা। এদিন দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে হবে বৃষ্টি। অন্যদিকে আগামী কাল শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে শুরু হবে বৃষ্টি। আরও পড়ুন-ওRamesh Deo Passed Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নবতীপর অভিনেতা রমেশ দেও

দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল শুক্রবার। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। শনিবার সরস্বতী পুজোর সকালে হবে বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়ে যাবে। ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই।