West Bengal Weather Update: উত্তরোত্তর বাড়বে গরম, চৈত্রের এই মাঝ বেলায় বৃষ্টি পড়বে না দক্ষিণবঙ্গে
সোমবারের মতো মঙ্গলবারের সকালেও দখিনা হাওয়ার দাপাদাপি দক্ষিণবঙ্গজুড়ে। তবে এদিন মেঘ সরে চৈত্রের রোদ্দুর উঁকি মারতেই গরমের (Summer) রেশ বেশ মালুম হচ্ছে।
কলকাতা, ৫ এপ্রিল: সোমবারের মতো মঙ্গলবারের সকালেও দখিনা হাওয়ার দাপাদাপি দক্ষিণবঙ্গজুড়ে। তবে এদিন মেঘ সরে চৈত্রের রোদ্দুর উঁকি মারতেই গরমের (Summer) রেশ বেশ মালুম হচ্ছে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ। আগামী পাঁচদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। ওড়িশা থেকে থেকে তামিলনাডু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যা ছত্রিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমার উপর দিয়ে গেছে। বিহার ও পাঞ্জাবে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত । এর জেরে দেশের কিছু অংশে বৃষ্টিপাত হবে। অপর অংশে বাড়বে তাপমাত্রর পারদ। যেমন এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে কয়েক ডিগ্রি বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। তবে উত্তরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।